আগামী ৭ জানুয়ারি সকাল থেকে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেয়ার আহবান জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন। এ সময় বিএনপি-জামায়াতের নির্বাচনে বানচালের ষড়যন্ত্র বিরুদ্ধে রাজপথে কঠোর অবস্থানে থাকবেন আওয়ামীলীগের নেতা-কর্মীরা।
বুধবার (৩ জানুয়ারী) সকাল ১০ টায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৫,২৬ ও ২৭ নং ওয়ার্ডের বিভিন্ন গুরুত্বপূর্ন এলাকায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্রমুখি ভোটারদের উপস্থিতি লক্ষ্যে ও বিএনপি-জামায়াতের নির্বাচনে বানচালের চেষ্টার প্রতিবাদে চতুর্থ দিনে পথসভা, গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়। ওই সময় নারায়ণগঞ্জ মহানগর ২৫, ২৬, ২৭নং ওয়ার্ডের জনসাধারণ এমন স্লোগানকে স্বাগত জানিয়ে মিছিলকারীদের সাধুবাদ জানান।
পথসভায় নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন বলেন, নির্বাচন বর্জনে দেশে বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ হয়েছে। আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন দেশের গণতন্ত্র, উন্নয়ন ও সমৃদ্ধি রক্ষার জন্য অত্যন্ত গুরুত্ব বহন করে। বাংলাদেশের গণতন্ত্র, উন্নয়ন ও সমৃদ্ধিকে অব্যাহত রাখার স্বার্থে তথা “স্মার্ট বাংলাদেশ” গঠনে নারায়ণগঞ্জ-৫ আসনের ভোটারদের ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোট প্রদানের জন্য বিনীত অনুরোধ জানায়।
তিনি আরও বলেন, দেশের জনগণ কেন্দ্রে কেন্দ্রে গিয়ে ভোটদানের মধ্য দিয়ে অপশক্তিকে রুখে দিবে। ভোটাররা ভোটকেন্দ্র নিচিন্তে ভোট প্রয়োগে পাশে থাকবে আওয়ামীলীগের প্রতিটি নেতা-কর্মীরা। এই নির্বাচনটি অত্যন্ত সুষ্ঠু ও প্রতিদ্বন্দ্বিতামূলক হবে।
ওই সময় উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি নূরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম আহসান হাবিব, জেলা পরিষদের সাবেক সদস্য হাজী আলাউদ্দিন, জেলা আওয়ামীলীগ নেতা শহিদুল্লাহ মাষ্টার, ধর্ম বিষয়ক আব্দুর রশিদ গাজী, কার্যকরি সদস্য আবেদ হোসেন, সাখাওয়াত হোসেন সুমন, শাহজামাল খোকন, ১৯নং ওয়ার্ড জসিম উদ্দিন, সাহাবুদ্দিন, ১৬নং ওয়ার্ড সৈয়দ ওমর খালেদ এপন ও শাকিল, ২৩নং মশিউর রহমান সজু, হারুণ মুন্সি, ২৪নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা বুলবুল আহম্মেদ, আফজাল হোসেন, ২৫নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা ইউসুফ, কেরামত আলী ও আমজাদ হোসেন, ২৬নং ওয়ার্ড আওয়ামীলীগ মনির হোসেন, আক্তার হোসেন, ২৭নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা সিরাজুল মামুন, নাজিম উদ্দিন ও মজিবুর রহমান মেম্বার, ১৭নং ওয়ার্ড যুবলীগ নেতা মামুন ভুইয়া, জেলা ছাত্রলীগের সাবেক নেতা আলী হাসান সজীব, সাদিম আহম্মেদ, মোশাররফ হোসেন জনি, নুরুন্নাহার সন্ধ্যা ও সিমলা, মহানগর স্বেচ্ছাসেবকলীগ নেতা সায়মন মির্জা প্রমুখ।#