নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, ‘দুয়েক দিনের মধ্যে ওমরার উদ্দেশ্যে দেশ ছাড়বেন জানিয়ে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে শামীম ওসমান বলেন, ‘আমার ভালোবাসার সংসারে কোনো দ্বন্ধ করবেন না। কোনোকিছু পাওয়ার জন্য কোনো গ্রুপিং করবেন না। যার কপালে যেটা লেখা আছে সেটা পাবে। কাজ করুন, মানুষের সেবা করুন। আপনাদের পরিবারের জন্য দোয়া করব। কেননা আপনাদের আমি ভালোবাসি’।
রোববার (১৮ ফেব্রুয়ারী) বিকেলে নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবে আওয়ামী লীগ ও অংগ সংগঠনের নেতা-কর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
নারায়ণগঞ্জের যানজট, হকার ও অনুমতি বিহীন গাড়ি চলাচল বন্ধ করার জন্য গত ৩ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়েছিল। সেখানে সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান সেই সভায় সংসদ সদস্য শামীম ওসমানের কাছে সহযোগীতা চান।
সহযোগীতার আশ্বাস দিয়ে শামীম ওসমান বলেন, ‘উচ্ছিষ্ট বামেরা আমাদের সমস্যার সমাধান করবে না। তারা হকারদের নিয়ে খেলবে, উস্কানি দিবে। আমি গরিব মানুষদের পক্ষে ছিলাম, আছি, থাকবো। কিন্তু এভাবে দিনের পর দিন চলতে পারে না।
হকারদের উচ্ছেদের পক্ষে থাকার কারণ জানিয়ে শামীম ওসমান বলেন, হকাররা কেউ বিনা পয়সায় বসে না। আমি খবর পেয়েছি, মীরজুমলা সড়কে ছোট ছোট চকি দিনে ৩ বারে ২৪‘শ টাকা ভাড়া দেওয়া হয়। যে গুলো বড় চকি, সেখানে ভাড়া হয় ৩ হাজার থেকে ৬ হাজার টাকা পর্যন্ত। এ টাকা সিটি করপোরেশন পায় না, আমরাও পাই না। এ টাকা কিছু চাঁদাবাজ পায়। একই ভাবে চাঁদা দিয়ে বসতে হয় বঙ্গবন্ধু সড়কে, সিরাজুদ্দৌলা সড়কে। হকারদের যদি টাকা দিতে না হতো, তাহলে আমি হকারদের পক্ষে থাকতাম। যদি তারা টাকা দিয়েই থাকে, তাহলে আমি উপকার করছি না। তারা ভাড়া দিয়ে থাকছে।
তিনি বলেন, আমি আর সেলিনা হায়াৎ আইভী একসঙ্গে বসেছি দেখে অনেকেরই গাত্রদাহ হচ্ছে। বিশেষ করে স্বাধীনতাবিরোধী শক্তি আর তথাকথিত অতিবাম- অতিডানদের গাত্রদাহের অভাব নেই। এসব আমি সহ্য করতে করতে অভ্যস্ত হয়ে গেছি’। আমি আমার ছোট বোনের সাথে আলোচনা করেছি, আমরা চেষ্টা করছি তাদের কিছু অংশের মানুষকে পুর্ণবাসন করবো।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক জিএম আরমান ও সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলালসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।