নারায়ণগঞ্জ-৪ আসনে বাংলাদেশ লিবারেল ইসলামিক জোটের সুপ্রিম পার্টির প্রার্থী সেলিম আহমেদ বলেন, আমার প্রতিপক্ষ এমপি শামীম ওসমান হলেও আমি তাতে ভীত নই। আমি নির্বাচনী মাঠে থেকে শেষ পর্যন্ত লড়াই করবো। জনগণের প্রতি আমার পূর্ণ আস্থা রয়েছে। বীরের মত লড়াই করে সকলের মুখ উজ্জল করবো।
শুক্রবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জের শিবু মার্কেট এলাকায় নির্বাচনী প্রচারণায় নেমে তিনি এ কথা বলেন। এ সময় দলের নেতাকর্মীদের স্বত:স্ফুর্ত অংশগ্রহণের পুরো এলাকা স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে।
দুর্বৃত্তদের হামলা প্রসঙ্গে তিনি বলেন, দুর্বৃত্তরা আমার উপরে কিছুদিন পূর্বে হামলা করেছিল। আইনশৃঙ্খলা বাহিনী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে। এজন্য পুলিশ-প্রশাসনকে সাধুবাদ জানাই। প্রশাসন ও জনগণ হচ্ছে আমার সাহস। আর জনগণ আমার সাথে আছে, এ কারণে আজকে গণসংযোগকালে এতো লোকের সমাগম হয়েছে। চারদিকে লোকে লোকারণ্য হয়েছে। সবার মুখে মুখে একতারার স্লোগান হচ্ছে।
একতারা প্রতীকের প্রার্থী ও লিবারেল ইসলামিক জোটের মহাসচিব সেলিম আহম্মেদ বিভিন্ন পাড়া মহল্লায় গণসংযোগ করে বিভিন্ন শ্রেনি-পেশার লোকদের কাছে দোয়া ও ভোট প্রার্থনা করেছেন।
পরে তিনি সস্তাপুর, ক্যামব্রিয়ান স্কুল, জেলখানা, নতুন কোর্ট মেট্রো গার্মেন্টস রোড ঘুরে, আবারো শিবু মার্কেট হয়ে লামাপাড়া গিয়ে গণসংযোগ শেষ করেন।
প্রসঙ্গত, গত ২২ ডিসেম্বর রামারবাগ এলাকা থেকে নির্বাচনী প্রচারণার জন্য একতারা প্রতীকের প্রার্থী সেলিম আহাম্মেদ গণসংযোগে বের হলে একদল লোক এসে তাকে বাধা দেয় ও মারধর করে। এতে তিনি সহ ৬ জন নেতাকর্মী আহত হন।