নারায়ণগঞ্জ জেলা পরিষদ কার্যালয়ে প্রকাশ্যে দুই প্রকৌশলীর ঘুষ গ্রহণের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ৫ মিনিটের এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ওই ভিডিওতে দেখা যায়, নারায়ণগঞ্জ জেলা পরিষদ কার্যালয়ে জহির নামে এক ব্যক্তির কাছ থেকে প্রকাশ্যে ঘুষ গ্রহণ করছেন উপসহকারী প্রকৌশলী কাঞ্চন পালিত ও সাবেক সহকারী প্রকৌশলী আব্দুল কুদ্দুস। দুই প্রকৌশলীর মধ্যে একজন টাকা হাতে নিয়ে গণনা করার পর ঘুষের টাকা প্রদানকারী জনৈক ব্যক্তি জহিরে সঙ্গে দর কষাকষি করে আরও টাকা দাবি করতে শোনা যায়।
জানা গেছে, ঘুষ গ্রহণের ভিডিওটি বেশ কয়েকমাস আগের। আর টাকা প্রদানকারী ওই ব্যক্তির নাম জহির। তিনি একজন ঠিকাদার।
এ বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান চন্দন শীল বলেন, ‘ভিডিওটি দেখেছি।দুজনের মধ্যে সহকারী প্রকৌশলী আব্দুল কুদ্দুস বেশ কিছুদিন আগেই বদলি হয়ে গেছেন। আর উপসহকারী প্রকৌশলী কাঞ্চন পালিতের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ রয়েছে। কেউ অনিয়ম বা দুর্নীতি করলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে মন্তব্যের জন্য জেলা পরিষদের উপসহকারী প্রকৌশলী কাঞ্চন পালিতের ফোন নম্বরে একাধিকবার ফোন করেও পাওয়া যায়নি।