এনএনডি টিভি: নারায়ণগঞ্জের রাস্তাঘাট, উন্নয়ন অবকাঠামোয় আসছে বৈপ্লবিক পরিবর্তন। সাথে বাড়ছে মানুষের চাপ, এতে জেলাটি রূপ নিচ্ছে উপশহরে। অথচ, সুষ্ঠু যোগাযোগব্যবস্থা না থাকায় যত্রতত্র গড়ে ওঠা উন্নয়ন প্রকল্পের কারণে যানজটের মাত্রা আরও ভয়াবহ হচ্ছে।
সমস্যাটির সমাধানে নারায়ণগঞ্জের জন্য সমন্বিত পরিবহন পরিকল্পনার মাস্টারপ্ল্যান করছে ঢাকা যানবাহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)।
ডিটিসিএ অধিভুক্ত এলাকার অর্ন্তভূক্ত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন।
জানা গেছে, এলাকাটিতে ভবিষ্যতের জনসংখ্যা, ট্রাফিক ইত্যাদি বৃদ্ধি বিবেচনায় নিয়ে যথাযথ কার্যকর, দক্ষ ও নিরাপদ সুষ্ঠু পরিবহনব্যবস্থা গড়ে তুলতে ২০ বছর মেয়াদি পরিবহন পরিকল্পনা প্রণয়ন করছে সংস্থাটি। পাশাপাশি নারায়ণগঞ্জের জন্য মাল্টিমডেল হাবের ধারণামূলক নকশা প্রণয়ন করছে। এছাড়া পরিবহন নীতিমালা এবং গণপরিবহনের প্রাক-সম্ভাব্যতা যাচাই হবে।
তাদের উদ্দেশ্য, ২০৩০-এর মাধ্যমে নাগরিকদের পরিবেশবান্ধব ও পরিষ্কার-পরিচ্ছন্ন শহর উপহার দিতে চায় সংস্থাটি। তাই নারায়ণগঞ্জ শহরকে অর্থনৈতিক উন্নয়নের কেন্দ্র হিসেবে প্রস্তুত এবং পরিবহনব্যবস্থার দক্ষতা বৃদ্ধির মাধ্যমে দারিদ্র্য নিরসন, পরিবহন পরিকল্পনার সঙ্গে ভূমি ব্যবহারের সমন্বয় সাধন, নগরে গণপরিবহনের ব্যবস্থা করবে।
বর্তমানে নারায়ণগঞ্জ শহরে এলআরটি, আউটার রিং রোড, বিআরটি-৭, মাল্টিমডেল হাব ইত্যাদি মেগা প্রকল্পের পরিকল্পনা রয়েছে।
নারায়ণগঞ্জ জন্য মহাপরিকল্পনা প্রণয়নের বিষয়ে জানতে চাইলে ডিটিসিএর নির্বাহী পরিচালক সাবিহা পারভীন বলেন, ‘নারায়ণগঞ্জ দেশের গুরুত্বপূর্ণ সিটি করপোরেশন ও ঘনবসতিপূর্ণ। এই নগরীর জন্য যদি এখনই একটি পরিবহন পরিকল্পনা প্রণয়ন করা না হয়, তাহলে অপরিকল্পিত নগরায়ণের ঝুঁকি আরো বেড়ে যাবে।’