সকাল ৮ টায় শেষ হয়েছে নির্বাচনী প্রচারণা। সবকিছু ঠিক থাকলে ৭ জানুয়ারী সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে ভোট। এখন চলছে ব্যালট পেপার, ব্যালট বাক্সসহ নির্বাচনি সামগ্রী কেন্দ্রে কেন্দ্রে পাঠানোর প্রস্তুতি।
নারায়ণগঞ্জের নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে গিয়ে এমন দৃশ্য দেখা গেছে। ভোটের ৪৮ ঘণ্টা আগে থেকে ভোটের পরবর্তী ৪৮ ঘণ্টা নির্বাচনি এলাকায় সভা, সমাবেশ, মিছিল ও শোভাযাত্রা করা যাবে না।
শান্তিপূর্ণ ভোটের জন্য সশস্ত্র বাহিনীর সদস্য, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাহী এবং বিচারিক হাকিম নির্বাচনি মাঠে রয়েছেন। এ ছাড়া ভোট কেন্দ্রের নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আজ থেকে মাঠে নামবেন।
নির্বাচনি এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী ও সশস্ত্র বাহিনী মোতায়েন রয়েছে। কেন্দ্রে কেন্দ্রে পৌছানোর প্রস্তুতি চলছে ব্যালট পেপার, ব্যালট বাক্সসহ নির্বাচনি সামগ্রী।
দেখে নিন কোন আসনে কত কেন্দ্র:
৩ লাখ ৩১ হাজার ৬১৫ জন ভোটার রয়েছে নারায়ণগঞ্জ-২ আসনে। আসনটির ১১৭ টি স্থানে প্রস্তুত করা হয়েছে ভোট কেন্দ্র। এসকল কেন্দ্রে ৭৩১টি ভোট কক্ষ রাখা হয়েছে।
৩ লাখ ৮৬ হাজার ভোটারের এলাকা নারায়ণগঞ্জ-১ আসন। আসনটিতে ১২৮টি ভোট কেন্দ্রে ৮১১টি ভোট কক্ষ রয়েছে।
নারায়ণগঞ্জ-২ আসনে রয়েছে ৩ লাখ ৩১ হাজার ভোটার। তাদের জন্য ১১৭টি ভোট কেন্দ্রের মাছে ৭৩১টি ভোট কক্ষ রাখা হয়েছে।
নারায়ণগঞ্জ-৩ আসনে ৩ লাখ ৪৪ হাজার ৬‘শ ৬৮ জন ভোটার রয়েছে। এ সকল ভোটারের জন্য ১৩১টি ভোট কেন্দ্রে ৭৭১টি ভোট কক্ষ রাখা হয়েছে।
৭ লাখ ১২ হাজার ভোটারের এলাকা নারায়ণগঞ্জ-৪ আসন। আসনটিতে ২২৯টি কেন্দ্রে এবার ১৫৬২টি ভোট কেন্দ্রে প্রস্তুত করা হয়েছে।
নারায়ণগঞ্জ-৫ আসনে ৪ লাখ ৯৬ হাজার ভোটার রয়েছে। এ সকল ভোটার সদর ও বন্দর এলাকার ১৭৫টি কেন্দ্রের ১০৮৭টি কক্ষে ভোট দিবে।