রোববার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনকে ঘিরে চলছে শেষ সময়ের প্রস্তুতি। এবারের নির্বাচনে নারায়ণগঞ্জের পাঁচটি সংসদীয় আসনের সর্বমোট কেন্দ্র রয়েছে ৭৮২টি। এরমধ্যে বিশেষ গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে ৩৯০ টি কেন্দ্র। এসব কেন্দ্রে বিশেস নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল।
জানা গেছে, নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে ১২৮ ভোটকেন্দ্র রয়েছে। এরমধ্যে ৮১ ভোটকেন্দ্র ঝুকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে ১১৭ কেন্দ্রের ৭১টি, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে ১৩১ কেন্দ্রের ৪৩টিকে ঝুকিপূর্ণ হিসেবে চিহিৃত করা হয়েছে।
নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের ২৩১টি কেন্দ্রের মধ্যে ১৪৯টি ঝুকিপূর্ণ বলে জানিয়েছে জেলা পুলিশ। নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনে ১৭৫টি ভোটকেন্দ্রের মধ্যে ৪৯টি কেন্দ্রকে ঝুকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল বলেন, নির্বাচন শান্তিপূর্ণ করতে জেলা পুলিশ সর্বাত্মকভাবে কাজ করছে। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে সেজন্য সর্বোচ্চ নিরাপত্তা ব্যাবস্থা গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ জেলার পাঁচটি আসনে মোট ২২ লাখ ৫৫ হাজার ৬০ জন তালিকাভুক্ত ভোটার রয়েছেন। ক্ষমতাসীন দল আওয়ামী লীগসহ ১৩টি নিবন্ধিত রাজনৈতিক দলের ৩৪ জন প্রার্থী এ নির্বাচনে অংশ নিয়েছেন। তাদের মধ্যে ৬ জন রয়েছেন স্বতন্ত্র প্রার্থী।