যারা ষড়যন্ত্র করছে, নির্বাচন বন্ধ করতে লিফলেট বিতরণ করছে, আজকের এই উপস্থিতি তারই জবাব। যারা এখানে উপস্থিত হয়নি, তাদেরকে গিয়ে বলবেন, আমরা যদি ভোট কেন্দ্রে না যাই, তাহলে অগ্নি সন্ত্রাসীরা জয় হবেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের শেষ জনসভায় বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকালে কথা গুলো বলছিলেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপি।
নারায়ণগঞ্জের একেএম শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সের ক্রীকেট মাঠে সভাটির আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।
সালমা ওসমান লিপি বলেন, যারা বাংলাদেশের উন্নয়নকে ব্যাহত করতে চায়, যারা ষড়যন্ত্র করে, যার কুচ্ছা রটায়, যারা হুমকি দেয়, তাদেরকে বলতে চায়, এখানে এসে দেখে যান, এখানে কত গুলো মাথা আছে, কত গুলো বাহু আছে। আমরা যখন আপনাদের বিরুদ্ধে খেলায় নামবো, তখন আপনারা পালানোর কুল পাবেন না। যারা বাংলাদেশের উন্নয়ন চায় না, যারা বাংলাদেশের উন্নয়নকে ব্যহত করতে চায়, আজ বাংলাদেশ এভাবে উপস্থিত হয়ে আপনাদের বিরুদ্ধে নেমেছে। এভাবে নেমেছে বাংলাদেশের উন্নয়ন করবে বলে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের হাত ধরে রওনা হয়েছেন, বাংলাদেশকে বিশ্বে উন্নতশীল দেশে পরিবর্তন করবেন বলে। এবং সেই উন্নয়ন হচ্ছে দুবার গতিতে। আমরা চাই এ উন্নয়ন দুর্বার গতিতে হবে। তাহলে আমরা ৭ তারিখে ভোট কেন্দ্রে গিয়ে নৌকা মার্কায় ভোট দিবো। মাননীয় প্রধানমন্ত্রীকে আবারও বাংলার প্রধানমন্ত্রী বানাবো।
তিনি আরও বলেন, যিনি উন্নয়ন করেন, যিনি স্বপ্ন দেখেন, যিনি স্বপ্ন পূরণ করতে জানেন। তিনি উন্নয়ন করেছেন, উন্নয়ন করবেন। এটাই আমাদের আশা ও প্রত্যাশা। এবারের নির্বাচন কোন সাধারণ নির্বাচন নয়, ভোট কেন্দ্রে গিয়ে নৌকা মার্কায় ভোট দিতে চাই। আমাদের পূর্ব পুরুষরা রক্ত দিয়ে গেছেন, রক্ত ঝড়া যুদ্ধ করে গেছেন। আমরা তারই উত্তরসরী। আসাদের ভোট কেন্দ্র উপস্থিত হওয়া মানে তাদেরকে দেখিয়ে দেওয়া। শুধু বাংলাদেশকে নয় বিশ্বকে দেখিয়ে দেওয়া। আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে জানি। আমরা কাউকে ভয় পাই না।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ আসনের নৌকার প্রার্থী গোলাম দস্তগীর গাজী, নারায়ণগঞ্জ-২ আসনের নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ-৩ আসনের কায়সার হাসনাত, নারায়ণগঞ্জ-৪ আসনের প্রার্থী একেএম শামীম ওসমান ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভী উপস্থিত ছিলেন।