নির্বাচন সুষ্ঠু না হলে রাষ্ট্রীয় সংকটে প্রধানমন্ত্রী দায়ী হবেন বলে মন্তব্য করেছেন তৃণমূল বিএনপির মহাসচিব ও নারায়ণগঞ্জ-১ আসনের প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার। রোববার (৩১ ডিসেম্বর) দুপুরে জেলার রূপগঞ্জ মুড়াপাড়া এলাকায় গণসংযোগ করার সময় তিনি এ মন্তব্য করেন।
তৈমূর আলম খন্দকার বলেন, রূপগঞ্জের মানুষ তাদের প্রার্থীকে খুঁজে পেয়েছে। চারদিক থেকে লোকজন নেমে আসছে। আগে যে ভয়ভীতি ছিল সেটি এখন নেই। মানুষ বিশ্বাস করে আমি সবার জন্য নিরাপদ। রূপগঞ্জে গত ১৫ বছরে আধিপত্য বিস্তার নিয়ে অনেক খুনাখুনি হয়েছে। রূপগঞ্জের মানুষ জানে ভূমি দস্যুদের বিরুদ্ধে আমি কি পরিমাণ আন্দোলন করেছি। প্রধানমন্ত্রীর বিশেষ টিম তদন্ত করে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ পায়নি।
তিনি আরও বলেন, রূপগঞ্জের কোনো অফিসিয়াল দায়িত্বে না থেকেও যেখানে মানুষের বিপদ হয়েছে সেখানেই ছুটে গিয়েছি। কোনো কারণে পিছপা হইনি। আমি যদি নির্বাচিত হই রূপগঞ্জে কোনো ভূমি দস্যুতা থাকবে না।
তৈমূর বলেন, সিটি করপোরেশন নির্বাচনের পর বিএনপি আমাকে বহিষ্কার করেছে। আমি বিএনপি ছেড়ে চলে যাইনি। আমি মনে করি সরকারকে ব্ল্যাংক চেক দেয়া উচিত না। বিএনপি নির্বাচনে না গিয়ে আওয়ামী লীগের সরকার গঠন ঠেকাতে পারেনি। এ সরকারের সঙ্গেই বিদেশিরা চুক্তি করেছে।
বিএনপি প্রসঙ্গে তৈমূর বলেন, যতদিন বিএনপি করেছি তার সব দায় দায়িত্ব আমার। বিএনপি থেকে বেরিয়েও আমি বলেছি দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি সময়ের দাবি। এখন তৃণমূল করি বলে বলবো বিএনপির সবাই দোষী আর আমি দুধে ধোয়া তুলসী পাতা- এটা বলবো না। ঢাকায় এসি রুমে বসে নেতারা একভাবে চিন্তা করে। আর স্থানীয় নেতারা আরেকভাবে চিন্তা করে।