বাঙালির প্রেরণার অন্যতম উৎস অমর একুশ। আর মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সুষ্ঠুভাবে পালনের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এরই মধ্যে কেন্দ্রীয় শহীদ মিনার ধুয়ে-মুছে পরিষ্কার করা হয়েছে। রং করা হয়েছে মূল বেদিসহ সংলগ্ন এলাকা।
দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন ও শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে ভাবগম্ভীর পরিবেশ বজায় রাখার জন্যসব ধরণের আয়োজন করেছে জেলা প্রশাসন।
রাতে শহীদ মিনার এলাকায় গিয়ে দেখা যায়, স্বেচ্ছাসেবী আল্পনা আঁকছেন। ধুয়ে-মুছে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে শহীদ মিনারের বেদি এবং এর আশপাশের স্থান। এর জন্য শহীদ মিনারে জনসাধারণের চলাচল বন্ধ রাখা হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালন করছেন।