ভোটারদের কাছে নৌকা মার্কা নিয়ে যাচ্ছেন একেএম শামীম ওসমান। ভোটাররা তাকে বরণ করে নিচ্ছেন ফুল দিয়ে। যে পথে হাটছেন, সে পথেই হচ্ছে জনস্রোত। নারী পুরুষ এসে করছে কুশল বিনিময়। নৌকার এ প্রার্থীও শুনছে তাদের কথা।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় শুক্রবার নারায়ণগঞ্জ-৪ আসনের প্রতিটি পাড়া মহল্লার দৃশ্য এমন। এতে উৎসবের আমেজ বিরাজ করছে পুরো এলাকায়।
শামীম ওসমান শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২ নং ওয়ার্ডে প্রচারণায় গিয়ে ছিলেন।
আরো পড়ুন: আমি ভন্ডামি করি না, এটা হয়তো শেষ নির্বাচন : শামীম ওসমান
সেখানে তিনি সকলের সাথে কথা বলছেন। শুনছেন নানা সমস্যার কথা।
১৮ ডিসেম্বর থেকে শামীম ওসমান ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ এলাকা ঘুড়ে বেড়াচ্ছেন। যে পথে হেটে বেড়াছে, সে পথেই হচ্ছে জনশ্রুত। তরুণ ভোটাররা তার সাথে একটি ছবি তুলে স্মরণীয় করে রাখতে চাইছে মুহূর্তটিকে।
তিনি এ আসন থেকে এর আগেও ৩ বার নির্বাচিত হয়েছেন। সর্বশেষ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬ লাখ ৩২ হাজার ভোটারের মাঝে ৪ লাখের বেশি ভোট পেয়েছেন এ জনপ্রিয় নেতা।
আরো পড়ুন: ভোট না দিলে দেশ বিপদে পড়ে যাবে: শামীম ওসমান
তাই প্রচারণার মাঝে ফুরফুরে মেজাজে আছে এ নেতা। তার বক্তব্যেও এমনটাই ফুটে উঠেছে।
শামীম ওসমান বলেন, ‘বিয়েতেও এত আনন্দ করি নাই, নির্বাচনে যত আনন্দ করছি।’
নির্বাচনে ভোটার উপস্থিতির বিষয়ে তিনি বলেন, ‘আমার নির্বাচনী প্রচারণায় যে পরিমাণ মানুষ হয় তারমধ্যে প্রতি পরিবার থেকে অন্তত দুজন করেও কেন্দ্রে গেলে আমার নারায়ণগঞ্জ-৪ আসনে ৫৫ শতাংশ ভোটার উপস্থিত হবেন। আর যদি পাশের বাড়ির লোকজন নিয়ে আসেন তাহলে ভোটার ৬৫ শতাংশ হবেন।’
সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লাকে গোপালগঞ্জের চেয়ে শক্তিশালী দাবি করে আওয়ামী লীগ মনোনীত এ প্রার্থী বলেন, ‘আমি হলাম সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লার বাসিন্দা। আমি মনে করি এ দুটি এলাকা গোপালগঞ্জের চেয়েও শক্তিশালী।’