বন্দর উপজেলায় অভিযান চালিয়ে ১৯টি ইটভাটা কে ৭০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। এর মধ্যে তিনটি ইটভাটার বিভিন্ন স্থাপনা ভেঙে দেওয়া সহ কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।
বুধবার (৭ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার মুছাপুর ইউনিয়নের শাসনেরবাগ ও ফনকুল এলাকায় এসব প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ।
জরিমানা করা ইটভাটা গুলো হলো -মেসার্স হাজী অটো ব্রিকস, মেসার্স বিসমিল্লাহ ব্রিক ফিল্ড ও মেসার্স আল মক্কা ব্রিকস কে ৬ লাখ এবং মেসার্স থ্রি স্টার ব্রিকস, নারায়ণগঞ্জ ব্রিকস ম্যানু,, সাইফুল অটো ব্রিকস, আল মদিনা ব্রিকস অ্যান্ড ম্যানু., মেসার্স জামান ব্রিক ফিল্ড, মেসার্স বন্ধন ব্রিক ম্যানু.,মেসার্স মামা ভাগিনা ব্রিকস, মেসার্স মায়ের দোয়া ব্রিক ফিল্ড কে ৩ লাখ টাকা এবং মেসার্স একতা ব্রিক ফিল্ড, মেসার্স মাশাআল্লাহ ব্রিক ফিল্ড, মেসার্স আল্লাহর দান ভাই ভাই ব্রিকস, মেসার্স চাচা ভাতিজ ব্রিক, মেসার্স আল্লাহর দান ব্রিকস, মেসার্স বন্ধু ব্রিকস, মেসার্স নিউ আল মদিনা ব্রিকস, মা বাবার দোয়া ব্রিকস কে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। এদের মধ্যে মেসার্স হাজী অটো ব্রিকস, মেসার্স বিসমিল্লাহ ব্রিক ফিল্ড ও মেসার্স আল মক্কা ব্রিকস এর বিভিন্ন স্থাপনা গুড়িয়ে দেওয়া সহ কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ। তিনি বলেন, ১৯টি ইটভাটায় অভিযান চালিয়ে ৭০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে তিনটি প্রতিষ্ঠানের বিভিন্ন স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়। সেই সাথে এসব প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, মাটি ব্যাবহারের জন্য জেলা প্রশাসকের ছাড়পত্র না থাকায় এসব ইটভাটার বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহণ করা হয়েছে। তবে যেসব প্রতিষ্ঠানে আদালতে রিট রয়েছে, তাদেরকে মাটির আইনে জরিমানা করা হয়েছে। এছাড়া তাদের রিটগুলোকে পর্যালোচনা করে দেখা হবে।
অভিযানে পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলার সহকারী পরিচালক শেখ মুজাহিদ সহ পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, নারায়ণগঞ্জ জেলায় ২৪৪ টি ইট ভাটা রয়েছে। এর মধ্যে ১২০টির অধিক ইট ভাটা আদালতে রিট করে কার্যক্রম পরিচালনা করে আসছে। এছাড়া অবৈধ ৪২টি ইট ভাটার বিরুদ্ধে ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করছে পরিবেশ অধিদপ্তর।