আড়াইহাজারের ফতেপুর ইউনিয়নের বগাদী এলাকা থেকে বিয়ে মাত্র দেড় বছরের মাথায় এক সাদিয়া আক্তার নামে এক শিক্ষার্থীল মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতের পরিবার জানিয়েছেন তিনি রাজশাহী বিশ^বিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন।
তিনি স্থানীয় হাইজাদী ইউনিয়নের কলাগাছিয়া এলাকার ফায়েজ ভূঁইয়ার মেয়ে। এ ঘটনার পর থেকে মৃতের পরিবারের সদস্যরা বারবার মুছা যাচ্ছিলেন। খবর পেয়ে গতকাল সকালে স্থানীয় বগাদী এলাকা সাদিয়ার শ^শুর বাড়ি থেকে আড়াইহাজার থানার পুলিশ মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া হাসপাতালের মর্গে প্রেরণ করে।
এর আগে গত বুধবার রাতের যেকোন সময় এ ঘটনা ঘটে। মৃতের বাবা ফায়েজ ভূঁইয়া জানান, দেড় বছর আগে পারিবারিকভাবে স্থানীয় ফতেপুর ইউনিয়নের বগাদী এলাকার আব্দুর রবের ছেলে আজিজুল ইসলামের সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর থেকে বরের মা খোদেজা বেগম সাদিয়ার ওপর বিভিন্নভাবে নির্যাতন করে আসছিল। স্বামী আজিজুল একটি বেসরকারী কোম্পানীতে চাকরী করার সুবাদে বিভিন্ন এলাকায় থাকতেন। একারণে সাদিয়া অধিকাংশ সময় বাবার বাড়িতেই থাকতেন। এরই মধ্যে তাদের দাম্পিত্য জীবনে সাফুয়ান নামে ৯ মাসের একটি সন্তান রয়েছে।
ফায়েজ ভূঁইয়া আরও বলেন, সাদিয়ার শ^শুর বাড়ির লোকজন একদিনের জন্যও তাকে শান্তি দেয়নি। নানাভাবে নির্যাতন করে আসছিল। বিয়ের সময় বরপক্ষকে ভালো করে খায়ানো হয়নি বলেও সাদিয়াকে প্রায় সময় বকাঝকা করতেন। এ ঘটনার পর থেকে সাদিয়ার শ^শুরবাড়ির লোকজন ‘গা’ ডাকা দিয়েছেন। আড়াইহাজার থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আহসানউল্যাহ বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।