সকাল আটটায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ আসনে ভোটগ্রহণ শুরুর দিকে ভোটার উপস্থিতি কম দেখা গেলেও বেলা বাড়ার সাথে সাথে উপস্থিতি বাড়ছে।
বেলা ১১ টা পর্যন্ত পর্যন্ত প্রার্থীদের কিছু অভিযোগ থাকলেও কোন সহিংসতার খবর পাওয়া যায়নি।
রূপগঞ্জের বরুণা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, নারী ও পুরুষ ভোটারদের চোখে পড়ার মতো ছিল। নির্বাচনকে ঘিরে এখানে উৎসবের আমেজ বিরাজ করছে।
একই চিত্র দেখা গেছে পাশের কেন্দ্র নাওড়া হাজী ইয়াদ আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। তবে এখানে নারী ভোটারদের উপস্থিতি বেশি ছিল।
রূপগঞ্জ উপজেলা নিয়ে নারায়ণগঞ্জ-১ আসন গঠিত। এ আসনে ত্রিমুখী লড়াই চলছে প্রার্থীদের। প্রায় পৌঁনে ৪ লাখ ভোটার তাদের পছন্দের প্রার্থীকে বেছে নিচ্ছে ভোটাররা।