নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহান ভূঁইয়া বলেন, বিগত ১৫ বছরে আমাদের যে সংসদ সদস্য গাজী গোলাম দস্তগীর তার যে অত্যাচার, অবিচার এবং তার যে দীর্ঘদিনের অপশাসন তা থেকে রূপগঞ্জবাসী মুক্তি চায়। আমাদের রূপগঞ্জ আওয়ামী লীগের নেতাকর্মীরা আজকে তারা বঞ্চিত ও হাইব্রিড ধারা শাষিত। যে হাইব্রিডকে আমাদের দল থেকে বিতাড়িত করা হয়েছে। সেই সকল হাইব্রিড ও সন্ত্রাসীরা যাতে না থাকে তারই আলোতে আজকে রূপগঞ্জবাসীর একটাই চাওয়া আমরা কিন্তু নৌকার বিরোধী না, আমি ব্যক্তির বিরোধী।
সোমবার ( ১৮ ডিসেম্বর ) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দ পেয়ে সাংবাদিকদেরকে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমি কিন্তু সেই ছাত্রলীগ থেকে শুরু করে আজও পর্যন্ত আওয়ামী লীগে আছি। সেই হিসেবে আমি নৌকার বিরোধী না। মাননীয় প্রধানমন্ত্রী যদি অনুমতি না দিতেন তাহলে হয়তো আমার পক্ষে সম্ভব হতো না। আমি রুপগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেত্রী নির্দেশে আমি প্রার্থী হয়েছি। আমার রুপগঞ্জবাসী চাওয়া আগামী দিন যাতে করে এই গাজী গোলাম দস্তগীর না থাকে। আমরা নৌকার পক্ষে কিন্তু আমরা ব্যক্তির বিরুদ্ধে। যে ব্যক্তির বিরুদ্ধে বলেই আজকে রূপগঞ্জের আপোমর জনসাধারণ আমাকে সমর্থন দিয়েছে। আর সেই লক্ষ্যেই আমি নির্বাচনে দাঁড়িয়েছি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রুপগঞ্জ আওয়ামী লীগের নেতাকর্মীরা আমার পক্ষে রয়েছে তারা কাজ করছে। এবং সাধারণ মানুষও আমার পক্ষে রয়েছে ব্যাপক সাড়া পাচ্ছি আগামী সাতই জানুয়ারি নির্বাচনে আমার মার্কা কেতলি মার্কায় ভোট দিয়ে জনগণ আমাকে জয়যুক্ত করবে ইনশাল্লাহ।
তিনি আরো বলেন, আমাদের নির্বাচন হলো ব্যক্তির বিরুদ্ধে। সুতরাং আমরা এই ব্যক্তিকে চাই না। নির্বাচনকে কেন্দ্র করে আমাদের দলীয় নেতাকর্মীদেরকে অনেক হুমকিও দেওয়া হচ্ছে। হুমকি ধামকি দিয়ে কোন লাভ হবে না। আমি নির্বাচনের মাঠে আছি এবং শেষ পর্যন্ত থাকবো।