শ্লীলতাহানির ভিডিও ভাইরাল করার ভয় দেখিয়ে যুবতীকে গণধর্ষণের ঘটনার মূল হোতাকে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
ফতুল্লার রেল স্টেশন এলাকা থেকে রোববার (৩ মার্চ) র্যাব-১১ মিডিয়া অফিসার সনদ বড়ুয়া গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর আগে ২ মার্চ তাকে গ্রেপ্তার করা হয়েছিল।
গ্রেপ্তারকৃত মূল হোতার নাম সিফাত।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১১ ফেব্রুয়ারি রাতে ভুক্তভোগী নারী, তার ১৩ বছর বয়সী চাচাতো ভাইয়ের সাথে বাসায় ফেরার পথে সিয়াম তার পথরোধ করে জোর করে অটোরিক্সায় তুলে নিয়ে হাত পা বেঁধে আপত্তিকর ভিডিও ধারন করে। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করার ভয়-ভীতি দেখিয়ে গত ২০ ফেব্রুয়ারি সন্ধ্যায় সিফাত ওই যুবতীকে একটি ব্রিজের সামনে যেতে বলে। সম্মান হারানোর ভয়ে ওই নারী তার সাথে দেখা করতে গেলে সিফাত ও অজ্ঞাতনামা ৫/৭ জন জোর পূর্বক তাকে ধর্ষণ করে।
এ ঘটনায় ভুক্তভোগী নিজে বাদী হয়ে বন্দর থানায় ২ জনের নাম উল্লেখ করে আরোও অজ্ঞাতনামা ৫/৭ জনকে অভিযুক্ত করে এজাহার দায়ের করে। এ ঘটনায় বন্দর থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়। এরপর (২ মার্চ) শনিবার রাতে র্যাব-১১’র একটি আভিযানিক দল ফতুল্ল থানার রেল স্টেশন এলাকায় অভিযান চালিয়ে সিফাতকে গ্রেপ্তার করে। পরে গ্রেপ্তারকৃত-কে আইনানুগত কার্যক্রমের জন্য বন্দর থানায় হস্তান্তর করা হয়।