নারীদের উদ্দেশ্যে নারায়ণগঞ্জ জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপি বলেছেন, আপনাদের অস্ত্র আপনাদের ভোট, এই ভোট যদি সঠিক জায়গায় ব্যবহার করেন, তাহলে হেরে যাবে অগ্নিসন্ত্রাস ও উন্নয়ন হবে দেশের। আর না পারলে উন্নয়ন থেকে বঞ্চিত হবেন, হেরে যাবেন অগ্নি সন্ত্রাসের কাছে।
নারায়ণগঞ্জ মাসদাইর শোভন গার্মেন্টসের পাশে মঙ্গলবার (২ জানুয়ারী) বিকালে শামীম ওসমানের নির্বাচনী উঠান বৈঠকে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, বিএনপি ২০১৪ সালে ৩৬৬৫ জন লোকের গায়ে আগুন দিয়েছে , ৫০০ উপরে মানুষকে তারা আগুন দিয়ে হত্যা করেছে। এবার আবারও সেই অগ্নিসন্ত্রাস শুরু করেছে। তারা চায় আপনারা যেন ভোট কেন্দ্রে না যান। আমাদের এই নির্বাচন ও নির্বাচনে অংশ গ্রহণ হলো সেই নাশকতার জবাব। দেশের উন্নয়নের ধারা যেভাবে এগিয়ে চলেছে, আপনারা যদি আপনাদের ভোট নামের অস্ত্রটি না ব্যবহার করেন, তাহলে সবচেয়ে বেশি কষ্ট করতে হবে আপনাদের। উন্নয়ন থেকে বঞ্চিত হবেন। হেরে যাবেন ওই অগ্নি সন্ত্রাসদের কাছে।
আরো পড়ুন: এমপি পত্নী লিপি ওসমানে ভোটারদের ভরসা
সালমা ওসমান লিপি বলেছেন, ১৯৯৬ সালে নির্বাচনের সময় যখন প্রথম বের হয়েছিলাম, তখন এমন উঠান বৈঠক হতো না। কারণ তখন মা বোনেরা বাড়ি থেকে বের হয়ে উঠান বৈঠকে আসতেন না। তখন আমাদের ঘরে ঘরে যেতে হয়েছে। মাসদাইর এলাকাতে আমি অনেক বার এসেছি, ঘরে ঘরে গিয়েছি, তাদেরকে বুঝিয়েছি। শামীম ওসমানকে ভোট দিলে উন্নয়নের জোয়ার বসবে। আল্লাহ রহমতে তখন ২৬০০ কোটি টাকার কাজ হয়েছে। তখন এমন কোন খাত ছিল না যে খাতে শামীম ওসমান উন্নয়ন করেনি। তারপরে নির্বাচিত হয়ে উন্নয়নের ধারাবাহীকতা রেখেছে।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১৯৯৫-৯৬ সালের অসহযোগ আন্দোলনের মাধ্যমে ভোট ও ভাতের অধিকার পেয়েছি। ভোট ও ভাতের অধিকার রক্ষার আন্দোলনে আমাদের নারায়ণগঞ্জের অনেক গুলো ছেলে প্রাণ দিয়েছে। তাই আপনাদের এই ভোটটা কতটা মূল্যমান সেটা আপনি আপনার হেদায়েত দিয়ে বিবেচনা করবেন। এদেশের অর্ধেক জনসংখ্যা পুরুষ, অর্ধেক নারী। পুরুষের পাশাপাশি নারীদের ভোট কেন্দ্রের উপস্থিতি জরুরী। এবার যে আপনাদের উপস্থিতি শুধু বাংলাদেশ দেখবে, এমনটা নয়, সারা বিশ্ব দেখবে। এবারের ভোট কেন্দ্রের গুরুত্ব অনেক বেশি।
এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালমা ওসমান লিপি।
বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক শিরিন বেগম, বাংলাদেশ মানব অধিকার কাউন্সিলের নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি ফয়েজ উদ্দিন আহমদ লাভলু, শামীম ওসমানের ছেলে ইমতিনান ওসমান অয়ন, মেয়ে লাবিবা জ্জোহা ওসমান ও পুত্রবধূ ইরফানা আহমদ রাশমী উপস্থিত ছিলেন।