মানুষ উন্নয়ন চায়, এটা অবশ্যই সত্য কিন্তু মানুষ তারচেয়েও বেশি শান্তিতে থাকতে চায়। মানুষের সবচেয়ে বড় চাওয়া হচ্ছে আমি আমার মতো করে থাকবো, আমার মতো করে বাঁচবো।
নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের চেক হস্তান্তর অনুষ্ঠানে রোববার বিকালে কথা গুলো বলছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্যে একেএম শামীম ওসমান।
তার ভাষ্য, নারায়ণগঞ্জে আমি ব্যাপক উন্নয়ন করেছি, এসব উন্নয়নের কথা বললে মানুষ হাত তালি দিয়ে কিন্তু যখন মাদক-সন্ত্রাস, চাঁদাবাজ, ইপটিজিং বন্ধ করার কথা বলেছি, তখন খুশি হয়। কারণ মানুষ চায়, আমি একটা মুদি দোকান করবো, কেউ আমার দোকানে চাঁদা নিতে আসবে না। মানুষ চায় আমি ঘরের দর্জা খুলে শুবো, কেউ আমার মেয়ের গায়ে হাত দিবে না। মানুষ চায় আমি কষ্ট করে জমি কিনবো, কেউ সাইনবোড দিবে না। এই জিনিস গুলো আজকে ব্যাপক আকার ধারণ করেছে।
শামীম ওসমান বলেন, প্রেস ক্লাবটা কেমন যেন কুক্ষিগত ছিল, এবার প্রেস ক্লাবটা কুক্ষিগত না। সাংবাদিক ইউনিয়নও কুক্ষিগত না। তবে, নারায়ণগঞ্জের সাংবাদিকতার মান বাংলাদেশের সবচেয়ে ভালো অবস্থায় আছে, কিছু অপসাংবাদিক আছে।
রাজনীতির প্রসঙ্গ এনে শামীম ওসমান বলেন, এখন আমরা হাইব্রিডের কারণে গায়েল হয়ে যাচ্ছি, সাংবাদিকরাও গায়েল হয়ে যাচ্ছে। সমস্ত শ্রেণি পেশা গায়েল হয়ে যাচ্ছে।
এসময় তিনি নারায়ণগঞ্জকে মাদক মুক্ত করতে নানা আয়োজনের কথা জানান।
নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজ) সভাপতি ওমর ফারুক।
এ ছাড়াও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আরিফ আলম দিপু, নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আমির হোসেন স্মিথ, মানবজমিন পত্রিকার নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি বিল্লাল হোসেন রবিন, চ্যানেল আই এর জেলা প্রতিনিধি রুমন রেজা, সময় টেলিভিশনের জেলা প্রতিনিধি শওকত আলী সৈকত প্রমুখ।