নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২০নং ওয়ার্ডের মাহমুদনগর এলাকায় অবহেলিত অবস্থায় পড়ে আছে জন গুরুত্বপূর্ণ গোছলের (সিড়ি) ঘাটলাটি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টিহীণতা ও স্থানীয় জনপ্রতিনিধিদের দায়িত্বহীণতার কারণে দীর্ঘ দিন ধরেই ঘাটলাটি অব্যবস্থাপনায় পড়ে থাকায় এলাকার হাজার হাজার মানুষ তাদের দৈনন্দিন কাজে দারুনভাবে ব্যাঘাত পেতে হচ্ছে।
স্থানীয় বাসিন্দা কোকিলা বেগম জানান,এমনিতেই গ্যাস পানির প্রকট সমস্যা। লাইনগুলো সংস্কার না করায় গ্যাস-পানি সমস্যা যেন জোড়া বেধে দেখা দিয়েছে। একেতো গ্যাসের অভাবে রান্না-বান্না কিছুই করতে পারিনা তার উপরে পানির সমস্যাতো আছেই। মাঝে মধ্যে কিঞ্চিত পানি পাওয়া গেলেও অনেক সময় পানি আসেইনা।
যার দরুন আমাদের ঘরের অনেক কাজ-কর্ম বিশেষ করে কাপড়-চোপর,হাড়ি-পাতিল,থানা-বাসন ধোয়া আমাদের কবরস্থানের পাশের ঘাটলাটিতে সেরে নিতে পারি। কিন্তু এখন সেই ঘাটলাটির অবস্থাও একেবারে খারাপ। সিড়িগুলো এমনভাবে ভেঙ্গেছে যে কোন মানুষ ইচ্ছে করলে ঘাটলায় নামতে পারবেনা আবার নামলে উঠতেও পারবেনা।
এই ঘাটলায় উঠা-নামা করতে গিয়ে এ যাবত অনেক নারী-পুরুষ দুর্ঘটনার শিকার হয়েছেন। অপরাপর বাসিন্দা অন্তর আলী বলেন,আমরা জন্মের আগে থেকেই আমাদের বাপ-দাদারা এই ঘাটলা ব্যবহার করে এসেছে। এখন ঘাটলায় কোন কাজ করার পরিবেশ নেই।
মানুষতো ঘাটলায় নামতেই পারেনা কাজ সারাতো দূরের কথা। রিপন মিয়া জানান,ঘাটলাটি নিয়ে কারো কোন মাথা ব্যথা নেই। আমাদের মেয়র মহোদয় এতো উন্নয়ন করেছে অথচ সামান্য এই ঘাটলাটি করে দেননি। আমি মনে করে এতো কাজ করে তিনি যে সুনাম অর্জণ করেছেন ঘাটলাটির কারণে তার সবটুকু সুনাম ক্ষুন্ন হওয়ার মতো অবস্থা।
তার সঙ্গে এলাকার অনেককেই ঘুরতে দেখি কিন্তু ঘাটলাটি নিয়ে কারো কোন হেডেক নেই। মেয়র মহোদয়ের কাছে অনুরোধ থাকবে তিনি যেন আমাদের এলাকাবাসীর দীর্ঘ দিনের দাবি এই ঘাটলাটি নতুনভাবে নির্মাণ করে দেন।
এ ব্যপারে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৯,২০ ও ২১নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর শিউলী নওশাদের ব্যবহৃত (০১৭৩৬০৬৯০১৬ নম্বরের) মোবাইল ফোনে আলাপকালে তিনি জানান,বিষয়টি এলাকাবাসী আমাকে জানিয়েছে।
তবে ২বছর ধরে আমাদের সিটি কর্পোরেশনের কাজ-কর্ম বন্ধ আছে বিধায় হয়তোবা কাজটি নিয়ে তাৎক্ষনিকভাবে কিছু করা যাচ্ছেনা। তবে আশা করি আগামী ২মাসের মধ্যে মেয়রের সঙ্গে আলাপ করে ঘাটলাটি বাস্তবায়নের চেষ্টা করবো। জনগণের কল্যাণে কাজ করাই আমাদের দায়িত্ব।