মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, ভূমিদস্যুতা ও ইভটিজিং দূর করে ক্লিন নারায়ণগঞ্জ গড়তে এক মতবিনিময় সভার আয়োজন করেছেন সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান।
আগামী শনিবার (২৭ জানুয়ারি) দুুপুর আড়াইটায় ইসদাইরস্থ ওসমানি স্টেডিয়ামে এই লক্ষ্যে এক মতবিনিময় সভার আহ্বান করা হয়। সেই সভায় নারায়ণগঞ্জের সর্বস্তরের মানুষদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছেন সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান।
মূলত, এই সমাজে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, ভূমিদস্যুতা ও ইভটিজিং নামের যে ব্যাধি ছড়িয়ে পড়েছে এর বিরুদ্ধে জনগণ ও সমাজকে সোচ্চার করে তোলাই হচ্ছে এই সংসদ সদস্যের উদ্দেশ্য। যেকারণে তিনি সর্বস্তরের ভালো মানুষদের উপস্থিতি, পরামর্শ ও মতামত প্রত্যাশা করেছেন। তাছাড়া বর্তমান সময়ে সমাজের ভাইরাস হিসেবে পরিচিত কিশোর গ্যাং মূলত মাদকের বহিঃপ্রকাশ বলে মন্তব্য ছুড়ে দেয়া হয়েছে। ফলে কিশোর গ্যাংয়ের কালো থাবা থেকে আমাদের সমাজ ও সন্তানদের বাঁচাতে হলে এসাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে বলে জানিয়েছেন তিনি।
সেই সাথে অসহায় দুস্থদের চিকিৎসা সেবা প্রদান এবং দরিদ্র শিক্ষার্থীদের লেখাপড়ার সহযোগিতা করা হবে বলে ওই সভা থেকে ঘোষণা দেওয়া হবে।
একাধিক সূত্রে জানা গেছে, আগামী ২৭ জানুয়ারি ওই সভা থেকে আগামী এক মাসের মধ্যে মাদক, সন্ত্রাস, ইভটিজিং, ভূমিদস্যুতা ও চাঁদাবাজি নির্মূল করার কঠিন চ্যালেঞ্জ নিয়ে মাঠে নামবেন সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান। ভেতরে ভেতরে এখন সেই প্রস্তুতি চলছে। আর জনগণের কাছে এ বিষয়ে বেশ সাড়া পাবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।