নির্বাচনে সব অপশক্তির বিরুদ্ধে স্বাধীনতার পক্ষের শক্তির খেলা হয়েছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ থেকে নির্বাচিত আওয়ামী লীগের সংসদ সদস্য শামীম ওসমান। বুধবার দুপুরে সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর সাংবাদিকদের এক প্রতিক্রিয়া তিনি এ কথা বলেন।
শামীম ওসমান বলেন, ভোটের আগের রাত্রে তারা স্লোগান দিয়েছে—ভোট দিতে যাবে যারা/লাশ হয়ে ফিরবে তারা। আমার কাছে হাজার হাজার ভিডিও আছে। তাদের গণতান্ত্রিক দল বলে, আমার শুনতে লজ্জা লাগে। এই স্লোগান দেওয়ার পরেও বাংলাদেশের স্বাধীনতার পক্ষের শক্তি শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছে।
তিনি আরও বলেন, তাদের সকল অপচেষ্টাকে রুখে দিয়ে দেশের মানুষ বাংলাদেশকে আবার মাথা উঁচু করে দাঁড় করিয়েছে। সকল অপশক্তির বিরুদ্ধে খেলা হয়েছে। স্বাধীনতার বিরুদ্ধ শক্তির বিপক্ষে স্বাধীনতার পক্ষের শক্তি খেলেছে। যারা দেশের অগ্রগতি চায় না, তাদের বিরুদ্ধে যারা উন্নয়ন চায় তারা খেলেছে।
শামীম ওসমান বলেন, শকুন তো এখনো আকাশে উড়ছে। তারা মানচিত্রে থাবা দেওয়ার চেষ্টা করবে। আমরা যারা দেশকে ভালোবাসি, এটা হচ্ছে একটা পার্লামেন্ট, আপনারা সাংবাদিকরা হচ্ছেন দ্বিতীয় পার্লামেন্ট। আমরা যদি একসাথে থাকি, আমার বিশ্বাস আমাদের আগামী প্রজন্মকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না।৷৷৷৷ জনগণের জন্য কিভাবে কাজ করবেন জানতে চাইলে শামীম ওসমান জানান, আজকে শপথের আগে আমি আরেকটা শপথ করেছিলাম, আল্লাহর পবিত্র কাবাতে ও রসূলের রওজাতে। আমি শপথ করেছিলাম, নারায়ণগঞ্জকে মাদকমুক্ত করব, এটাই হবে জনগণের জন্য আমার প্রথম কাজ, কাজটা কঠিন, একার পক্ষে করা সম্ভব নয়। এ কাজটি সবাইকে নিয়ে করব। আমার সংসদীয় আসন ফতুল্লা সিদ্ধিরগঞ্জ সিটি কর্পোরেশনের প্রায় ৮০টি ওয়ার্ডে ৮০ হাজার লোক মাদকের বিরুদ্ধে কমিটি গঠন করব। কমিটির নাম হল প্রত্যাশা। আমার প্রত্যাশা এখন এটাই সমাজকে মাদকমুক্ত করব। এর আগে পিছে উপরে নিচে যে থাকুক সে যদি আমার কোন ঘনিষ্ঠ লোক হয় তাকেও বিন্দুমাত্র ছাড়তে হবে না।