যে প্রতিষ্ঠান সাংবাদিকদের বেতন দিতে পারবে না, তার প্রতিষ্ঠান চালানোর দরকার নেই; বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজ) সভাপতি ওমর ফারুক।
তিনি বলেন, একজন প্রতিনিধিকে যদি আপনি বেতনই না দেন, তাহলে আমি তাকে বস্তুনিষ্ঠ সাংয়বাদিকতা করতে কি ভাবে বলবো।
নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের চেক হস্তান্তর অনুষ্ঠানে রোববার বিকালে এই কথা বলেন তিনি।
সাংবাদিকদের পরিস্থিতি তুলে ধরে ওমর ফারুক বলেন, বহু টেলিভিশন আছে প্রতিনিধিদের শুধু বুম ধরিয়ে দিচ্ছে আর আলাদিনের আশ্চয্য প্রদিপের মতো, ঘসা দিয়ে টাকা বের করে। দুই পক্ষই বের করে নিচ্ছে। নারায়ণগঞ্জে সাংবাদিকের মধ্যে এ অবস্থা কিছুটা কম কিন্তু এমনও জেলা আছে, যেখানে মানুষের চাইতে সাংবাদিক বেশি।
কুষ্টিয়ার উদহারণ টেনে বলেন, সেখানে ৫৩ টি দৈনিক পত্রিকা। একজন জেলা প্রশাসক বদলী হওয়ার আগে ২৩টি দৈনিক পত্রিকার অনুমোদন দিয়ে গেছেন। এসব পত্রিকা অনুমোদন পাওয়ার উপযুক্ত কি না, অনুমোদন পাওয়ার জন্য সঠিক নিয়ম অনুসরণ করেছে কি না, তা দেখেনি। ফলে অনেক পত্রিকা কার্ড বিক্রি করছে। আর কার্ডধারী লোকজন অপসাংবাদিকতা করে যাচ্ছে।
মানুষের কাছে সাংবাদিক সর্ম্পকে ধারণা কুলশিত হচ্ছে জানিয়ে বিএফইউজে এর সভাপতি ওমর ফারুক বলেন, নতুন তথ্য মন্ত্রীর কাছে আমরা যাবো, যারা সাংবাদিকদের বেতন দিতে পারবে না, তাদের যেন সাংবাদিকতা না করানো হয়। সেটা যে প্রতিষ্ঠানই হোক না কেন।
নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন একেএম শামীম ওসমান।
এ ছাড়াও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আরিফ আলম দীপু, জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আমির হোসেন স্মিথ, চ্যানেল আই এর জেলা প্রতিনিধি রুমন রেজা, মানবজমিন পত্রিকার নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি বিল্লাল হোসেন রবিন, সময় টেলিভিশনের জেলা প্রতিনিধি শওকত আলী সৈকত প্রমুখ।