সিদ্ধিরগঞ্জে বিক্ষুব্ধ এলাকাবাসীর গণপিটুনীতে নিহত হয়েছে মিলন (৩৫) নামে এক ডাকাত।
সোমবার দুপুর দেড়টার দিকে সিদ্ধিরগঞ্জের ৪নং ওয়ার্ড আটি গ্রামে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে মিলনকে আটক করে এলাকাবাসী। ঘটনার সত্যতা নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর সিদ্দিক।
নিহত মিলন একই এলাকার কাশেম ওরফে চোরা কাশেমের ছেলে। সে থানা পুলিশের তালিকাভূক্ত ডাকাত সর্দার সাহেব আলীর অন্যতম সহযোগী।
জানা গেছে, মিলনের নেতৃত্বে ডাকাত সর্দার সাহেব আলীর ভাই রবিউল, পিয়াস ও জনিসহ ২০-২৫ জনের কিশোর গ্যাং চক্র দেশীয় অস্ত্র নিয়ে দুপরের দিকে এলাকায় মোহড়া দেয়। এ সময় তারা কয়েকটি দোকানে ভাঙচুর করে। এতে ক্ষিপ্ত হয়ে উঠে এলাকাবাসী। তখন মসজিদের মাইকে ঘোষনা দিয়ে এলাকার লোকজন একত্র হয়ে তাদের ধাওয়া দেয়। এ সময় অন্যরা পালিয়ে গেলেও দলনেতা মিলনকে ধরে গণপিটুনি দেয় লোকজন। এতে সে গুরুতর আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মিলনকে উদ্ধার করে নারায়ণগঞ্জ শহরের জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে ঘটনার পর নিহত মিলন ও চক্রের অন্য সদস্যের পরিবার এলাকা ছেড়ে পালিয়েছে। ফলে তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর নূর উদ্দিন মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জানতে পারি মিলন নামে এক সন্ত্রাসীকে গণপিটুনি দিয়েছে এলাকার লোকজন। এতে সে গুরুতর আহত হয়। পরে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। মিলন এলাকার দুর্ধর্ষ সন্ত্রাসী।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব বকুর সিদ্দিক বলেন, নিহতের লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।