নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে নামবিহীন কারখানায় সস তৈরির দায়ে একটি কারখানাকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এছাড়া অবৈধ প্রক্রিয়ায় কয়েল উৎপাদন ও বাজারজাত করার অপরাধে একটি কয়েল কারখানাকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
রোববার (২৪ ডিসেম্বর) দুপুরে মিজমিজি ধনুহাজি রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলার সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান। অভিযানে জেলা ক্যাব ও পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
এ বিষয়ে সেলিমুজ্জামান জানান, দুপুরে একটি কয়েল কারখানাকে ৪০ হাজার টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সস তৈরির দায়ে আরেকটি কারখানাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি তাদেরকে সতর্ক করে দেওয়া হয়। ভবিষ্যতেও আমাদের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।