প্রতিষ্ঠার ৩৬ বছর পর বহুতল ভবন হচ্ছে নারায়ণগঞ্জ জেলা পরিষদ কার্যালয়ে। সেখানে থাকবে অত্যাধুনিক সকল সুযোগ-সুবিধা।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে বর্তমান ভবনটি অকেজো ঘোষণার প্রস্তুতি চলছে।
সবকিছু ঠিক থাকলে এ বছরই অনুমোদন আসতে পারে ১২ তলা অফিস ভবন নির্মাণ প্রকল্পের।
১৯৮৮ সালের ৪ জুন নারায়ণগঞ্জ জেলা পরিষদ গঠন করা হয়। এরপর থেকে এখন পর্যন্ত দু‘তলা ১টি ভবনে পরিষদের কার্যক্রম চলছিল।
জানা গেছে, জেলা পরিষদ আইন অনুযায়ী- মাসিক সভায় চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যরা নতুন ভবন নির্মাণের পরিকল্পনা গ্রহণ করে। এরপর ২০২৩ সালের ২৭ সেপ্টেম্বর মন্ত্রণালয়ে চিঠি লেখেন। চলতি বছরের জানুয়ারীর ৩০ তারিখ চিঠির জবাবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ ১২ তলা ভবন নির্মাণের লক্ষ্যে বর্তমান অফিস ভবন অকেজো ঘোষণার প্রস্তাব প্রেরণের নির্দেশ দেন।
নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দন শীল এনএনডিকে বলেন, বর্তমান ভবনটি ঝুঁকিপূণ হয়ে পরেছে, যে কোন সময় ভেঙ্গে পড়তে পারে। তাই পরিষদের সর্বসম্মতিক্রমে নতুন ভবন নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সরকারের অনুমোতি পেলে কার্যক্রম শুরু করা হবে।