নারায়ণগঞ্জ থেকে সব রুটে যাত্রীবাহী বাস চলাচল শুরু হয়েছে। দীর্ঘ সাত ঘন্টা পর যানচলাচল স্বাভাবিক হয়েছে। রবিবার (৪ ফ্রেব্রুয়ারী) দুপুর আড়াইটা থেকে বাস চলাচল শুরু হয়।
এর আগে, সকাল ৭ টা থেকে ঢাকা-নারায়ণগঞ্জ সহ ২টি রুটের বাস চলাচল বন্ধ ছিল। এতে ভোগান্তীতে পড়েছেন যাত্রীরা।
বাস পরিবহনগুলো হলো- ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বন্ধন পরিবহন, উৎসব পরিবহন, আনন্দ পরিবহন, শীতল পরিবহন ও বিআরটিসি। আর চিটাগাং রোড-নারায়ণগঞ্জ রুটে বাঁধন ও বন্ধু পরিবহন রয়েছে।
সরেজমিনে ঘুরে দেখা যায়, সকাল থেকে বন্ধন, উৎসব, আনন্দ, বন্ধু ও বাঁধন পরিবহন বন্ধ ছিল। তবে শীতল পরিবহন ও বিআরটিসি পরিবহনের বাস চলাচল করতে দেখা গেছে। তবে দুপুর থেকে সব ধরনের বাস চলাচল করতে দেখা গেছে।
সকালে রাজধানীর উত্তরায় স্ত্রীকে নিয়ে বেড়াতে গিয়েছিলেন আবির হোসেন। তিনি বলেন, সকালে বাস চলাচল বন্ধ ছিল। একারণে বিকল্প পরিবহন ব্যবহার করে ঢাকায় এসেছি। পরে বিকেলে বাড়ি ফেরার সময় গুলিস্থান থেকে বন্ধন বাস চলাচল করতে দেখে বাসে করে নারায়ণগঞ্জে এসেছি।
মুন্সিগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে গুলিস্থান থেকে নারায়ণগঞ্জের বাসে উঠেছেন মনির মিয়া। তিনি বলেন, গ্রামের বাড়িতে আত্নীয়ের বাডিতে বেড়াতে যাবো। একারণে দুপুরে গুলিস্থান থেকে নারায়ণগঞ্জের বাসে উঠেছি। নারায়ণগঞ্জ হয়ে মুন্সিগঞ্জের উদ্দেশ্যে রওনা দিবো।
কেন্দ্রীয় বাস মালিক সমিতির কার্যকরী সভাপতি মো: রওশন আলী সরকার বলেন, গতকাল এমপি, মেয়রের সঙ্গে ডিসি ও এসপির মিটিং হয়েছে। সেই মিটিংয়ে অনুমোদনহীন বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আমাদের অনেক গাড়ির রুট পারমিট নাই, আবার কিছু গাড়ির রুট পারমিট আছে। একারণে সকাল থেকে বাস চলাচল বন্ধ ছিল। তবে দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়েছি । আগামীকালের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে দুপুর থেকে সব বাস চলাচল শুরু হয়েছে।
নারায়ণগঞ্জের দীর্ঘদিনের শহরে যানজট ও ফুটপাত দখল মুক্ত, নাগরিক সমস্যা সমাধানে গতকাল এক টেবিলে বসেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভী, শামীম ওসমান ও সেলিম ওসমান এমপি। এতে জনপ্রতিনিধি ও প্রশাসন ছাড়াও ব্যবসায়ী নেতৃবৃন্দ, সাংবাদিক ও সামাজিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। বৈঠকে যানজট মুক্ত শহর ও ফুটপাত দখলমুক্ত করার জন্য ডা. আইভী ও শামীম ওসমান ও সেলিম ওসমান এমপি ঐক্যমত্যে পৌঁছেন। জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক তাঁদের এই ঘোষণাকে স্বাগত জানিয়ে বলেন, আগামীকাল (রবিবার) থেকেই যানজটমুক্ত নারায়ণগঞ্জ গড়ে তোলা হবে।
বৈঠকে বসেই শহরে অবৈধ গাড়ী প্রবেশ বন্ধ করার ঘোষনা দেন জেলা প্রশাসক মাহমুদুর রহমান। তিনি বলেন, ‘আমি সাহস পাচ্ছি, আমাদের সংসদ সদস্যরা সবাই সুন্দর নারায়ণগঞ্জ চাচ্ছেন। আমি প্রকাশ্যে ঘোষণা করছি, আগামীকাল থেকে আমি গাড়ি ডাম্পিংয়ে দেওয়া শুরু করবো। রুট পারমিট ছাড়া গাড়ি দেখলেই ডাম্পিংয়ে দিয়ে দেব। রুট পারমিট ছাড়া কোনো গাড়ি নারায়ণগঞ্জে ঢুকবে না।