নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেছেন, রাজনীতি খুব মহৎ পেশা। যদি কেউ এটাকে ধান্দা হিসেবে না নেয়। যারা ধান্দা হিসেবে নিয়েছে তারা এটাকে পঁচাইয়া ফেলেছে। জাতীয় ও স্থানীয় পর্যায়ে অনেকে রাজনীতিকে ধান্দা হিসেবে নিয়েছে। এতো টাকা বিনিয়োগ আর তা থেকে এতো টাকা কামাই।
সোমবার (১৫ জানুয়ারি) রাতে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের দ্বিতীয় তলায় সিনেমন রেস্টুরেন্টে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় তিনি এ কথা বলেন।
বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, নারায়ণগঞ্জে বিএনপি ও জামায়াতের ভাই যারা আছেন, তাদের উদ্দেশ্য করে বলি। সামনে দুই থেকে তিন মাস অনেক ক্রসিয়াল টাইম। আবারও কেউ কেউ অতিক্রম করার চেষ্টা করবে। যারা সকাল বিকাল আপনাদের স্বপ্ন দেখিয়েছেন, আগামীকাল ক্ষমতায় চলে আসবেন সরকার পড়ে যাবে। আমার কাছে ভিডিও ভরা। বোম মারছে ককটেল মারছে গাড়িতে আগুন দিচ্ছে।
সহিংসতার কথা উল্লেখ করে তিনি বলেন, বাচ্চা-বাচ্চা প্রায় ২-৩শত ছেলে গুলোর ছবি আমি দেখি, গাড়িতে আগুন দিচ্ছে ককটেল মারছে। এই অপরাধে আইন অনুযায়ী তাদের সর্বোচ্চ সাজা হচ্ছে যাবজ্জীবন ও সর্বনিম্ন ৭ বছর জেল। ইতোমধ্যে তাদের বাবা-মা আমার কাছে কান্না শুরু করেছে। আমি কী করবো? আদালত তো প্রমাণ দেখে আর কিছু দেখেনা। তবে যা হওয়ার হয়ে গেছে সামনে যাতে এসব না হয়। সে দিক খেয়াল রাখেন। আমরা চেষ্টা করবো নারায়ণগঞ্জের সবার ছেলে মেয়ে যেন ভালো থাকে। কারণ সেও তো কারও না কারও ছেলে। আমি চাইনা নারায়ণগঞ্জে কারও বাবা-মা কাঁদুক।
কাউকে ছাড় দেওয়া হবেনা উল্লেখ করে তিনি বলেন, রাজনীতি করেন আমার বিরুদ্ধে করেন। কিন্তু নো ভায়োলেন্স (সহিংসতা)। সর্বপোটি এটা সুভকর হবে না। আমার এই কথাকে দুর্বলভাবে ভাববেন না। দেখেন কত জনের সাজা হয়েছে। যারা অনেক বড় পর্যায়ের জাতীয় নেতা তাদেরও সাজা হয়েছে। এবার আর কাউকে ছাড় দেওয়া হবে না।
এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আরিফ আলম দিপু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন, সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম, সহ জাতীয় ও স্থানীয় পর্যায়ের সর্বস্তরের সাংবাদিকবৃন্দ।