গত ২০ দিন নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছিল না নারায়ণগঞ্জের বন্দর উপজেলায়। ভারপ্রাপ্ত কর্মকর্তায় চলেছে প্রশাসনিক কাজ, এতে ভোগান্তি সইতে হয়েছে বাসিন্দাদের। অবশেষে ইউএনও পেয়েছে তারা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পরবর্তী পদায়ের জন্য কার্যালয়ে থাকা এম.এ মুহাইমিন আল জিহানকে সম্প্রতি বন্দর উপজেলায় পদায়ন করা হয়েছে।
জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সারা দেশে ইউএনওদের বদলি প্রক্রিয়া শুরু করে নির্বাচন কমিশন। এরই পরিপ্রেক্ষিতে বন্দর ইউএনও বিএম কুদরত এ খুদাকে ফরিদপুরে বদলি করা হয়। এরপর চলতি বছরের ৫ই জানুয়ারি ইউএনও মাজহারুল ইসলাম বন্দরে যোগদান করেন। গত ৭ই জানুয়ারি নির্বাচনে দায়িত্ব পালন করে ১০ই জানুয়ারি উচ্চ শিক্ষার জন্য বিদেশ চলে যান। এরপর থেকে বন্দরে ইউএনও‘র পদটি শুন্য ছিল। এতে বন্দরের এ্যাসিল্যান্ডকে দিয়ে ইউএনও‘র কার্যক্রম চালানোর কারণে সরকারী সেবা থেকে বঞ্চিত হচ্ছে সাধারন মানুষ।
স্থানীয়রা জানান, ইউএনও‘র অনুপস্থিতিতে স্থবিরতা নেমে এসেছে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরে। ৯ টা- ৫টা অফিস টাইম হলেও কেউ সময় মতো অফিস করছেন না। বেলা ১২ টার পরও অনেককে সিটে পাওয়া যায়নি।
ঢাকার বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে ২৫ জানুয়ারী বন্দর উপজেলা ইউএনও পদে এম. এ. মুহাইমিন আল জিহানকে পদায়ন করা হয়েছে।