আগামী ৩০ জানুয়ারী নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনের দিন ঘোষণা করা হয়েছে। তবে, নির্বাচনের এ সিদ্ধান্তকে মেনে নেয়নি বিএনপিপন্থী আইনজীবীরা।
আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) বৃহস্পতিবার (১১ জানুয়ারী) দুপুরে আইনজীবীদের এক অংশ ভোটের দিন ঘোষণা করে। এর পরপরই হট্টগোল শুরু আদালত পাড়া জুড়ে, এক পর্যায়ে ধস্তাধস্তি হলে পাল্টাপাল্টি মিছিল বের করে উভয়পক্ষ।
এর আগে জেলা আইনজীবী সমিতির বর্তমান কার্যকরী কমিটির সভাপতি অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েলের সভাপতিত্বে বেলা ১১ টায় এজিএম শুরু হয়। এ জিএমে আইনজীবীদের এক অংশের সম্মতিতে ৩০ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সেলিম ওসমান বার ভবনে ভোট গ্রহণের দিন ঘোষণা করা হয়। একই সাথে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব দেওয়া হয় অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূইয়াকে।
আরো পড়ুন: দুদকের জালে জড়াচ্ছে নারায়ণগঞ্জের জনপ্রতিনিধিরা
এছাড়া নির্বাচন কমিশনার হিসেবে নাম ঘোষণা করা হয় অ্যাডভোকেট আশরাফ হোসেন, অ্যাডভোকেট আবদুর রহিম, অ্যাডভোকেট মেরিনা বেগম এবং অ্যাডভোকেট সুখ চাঁদ সরকারের। আপীল বোর্ডে দায়িত্ব দেন অ্যাডভোকেট ইমদাদুল হক তারাজুদ্দিন, অ্যাডভোকেট নুরুল হুদা এবং অ্যাডভোকেট হুমায়ুন কবিরকে।
বিএনপিপন্থী আইনজীবীরা বিষয়টি মেনে না নিয়ে হট্টগোল শুরু করে। এক পর্যায়ে ধস্তাধস্তিতে রূপ নেয় বিষয়টি। এরপর উভয় পক্ষ আদালত পাড়ায় পাল্টাপাল্টি মিছিল করেন।