নারায়নগঞ্জ চেম্বারের পরিচালক ইমতিনান ওসমান অয়ন বলেছেন, আপনারা নির্দেশ দিবেন, যতটুকু দায়িত্ব পালন করতে হয় যুব সমাজ ছাত্র সমাজ করতে প্রস্তুত আছে। তবে এই উদ্যোগটি আরো ২/৩ বছর আগে নিলে আজকে মাদকের ভয়াবগ পরিস্থিতি দেখতে হতোনা।
শনিবার (২৭ জানুয়ারী) বিকেল ৩টায় নগরীর ওসমানী ষ্টেডিয়ামে প্রভাবশালী সংসদ সদস্য একেএম শামীম ওসমানের আহ্বানে নারায়নগঞ্জে সকল শ্রেণী পেশার শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে মাদক, সন্ত্রাস, ইভটিজিং, ভূমিদস্যুতা নির্মুলে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে রাজনীতিক, ব্যবসায়ী, সাংবাদিক, আইনজীবী, স্কুল-কলেজের শিক্ষক, আলেম ওলামারা অংশ নিলেও ডিসি-এসপিসহ প্রশাসনের কাউকে দেখা যায়নি। আয়োজকরা জানান, দাওয়াত গ্রহণ করার পরও আসেননি জেলা প্রশাসক ও পুলিশ সুপার।
নারায়নগঞ্জ চেম্বারের পরিচালক ইমতিনান ওসমান অয়ন বলেন, আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আপনারা মাদক, সন্ত্রাস, চাঁদাবাজী নির্মুলের এই সমাবেশে এসে ঐক্যবদ্ধ হয়েছেন। এই আয়োজন করায় আমার বাবাকে ধন্যবাদ জানাচ্ছি। তবে এই উদ্যোগটি আরো ২/৩ বছর আগে নিলে আজকে মাদকের ভয়াবগ পরিস্থিতি দেখতে হতোনা। এখানে যারা উপস্থিত আছেন সবাই আমার মুরুব্বী। আপনারা নির্দেশ দিবেন, যতটুকু দায়িত্ব পালন করতে হয় নারায়নগঞ্জের যুব সমাজ ছাত্র সমাজ করতে প্রস্তুত আছে। আমরা কারও আশায় বসে থাকবোনা। আপনারা হুকুম দিবেন, আমরা তা বাস্তবায়ন করবো।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন, সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আরিফ আলম দীপু, বিকেএমইএর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম, জেলা আইনজীবী সমিতির সভাপতি হাসান ফেরদৌস জুয়েলসহ বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ।