পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে এবার ১৪ টি অস্থায়ী পশুর হাট ইজারার জন্য দরপত্র আহ্বান করেছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। ঈদ পূর্ববর্তী ৩ দিনের জন্য এসব হাট পরিচালনার কথা বলা হয়েছে।
নাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন জানান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে মোট ১৪টি অস্থায়ী পশুর হাটের ইজারা আহবান করা হয়েছে। ৩০ মে দরপত্র আহ্বানের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে। ওই দিনের বেলা তিনটায় দরপত্র উন্মুক্ত করা হবে। দরপত্র বিক্রি শুরু হয়েছে ২৭ মে থেকে।
গতবার ১৮ টি হাটের দরপত্র আহ্বান করলেও এবার হাটের সংখ্যা ৪ টি কম। যদিও এবার শহরের ভিতরে একটি হাটের ইজারা আহবান করা হয়েছে। সিটি কর্পোরেশনের সিদ্ধিরগঞ্জ অঞ্চলে ৮টি ও কদমরসুল অঞ্চলে ৫ টি হাটের অনুমতি দেয়া হয়েছে বলে জানিয়েছেন নাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন।
হাটগুলো হল- ১ নং ওয়ার্ড সি আই খোলা বালুর মাঠ, ৩ ন ওয়ার্ড সানারপাড় লিথি গার্মেন্টস সংলগ্ন জনাব মৌলভী মো. ফজলুর রহমান এর খালি জায়গা, ৪ নং ওয়ার্ড তাজ জুট বেলিং কোং লি. এর পশ্চিম পাশের খালি মাঠ, ৪ নং ওয়ার্ড টাইগার ওয়ার রি-রোলিং মিলস এর মাঠ, ৮ নং ওয়ার্ড গোদনাইল ইব্রাহীম টেক্সটাইল মিলস এর খালি মাঠ (রেল লাইনের পশ্চিম অংশ), ৯ নং ওয়ার্ড জালকুড়ি উত্তর পাড়া দশ পাইপ সংলগ্ন মোতালিব বেপারীর বালুর মাঠ, ৯ নং ওয়ার্ড ওয়াপদা রোডের উত্তর পার্শ্বে হাসনাত হিরত আলী মসজিদ সংলগ্ন বালুর মাঠ, ১৮ নং ওয়ার্ডের শহীদ নগর এলাকায় রিয়াজউদ্দিন চৌধুরীর মালিকানাধীন খালি জায়গা, ১৯ নং ওয়ার্ডের সামিট পাওয়ার প্ল্যান্টের এর পেছনে খালি জায়গায় অস্থায়ী পশুর হাট, ২১ নং ওয়ার্ড স্কুল ঘাট সংলগ্ন বালুর মাঠ, ২৩ নং ওয়ার্ড পূর্বপাড়া লতিফ হাজির মোড় সংলগ্ন ব্যক্তিমালিকানাধীন খালি জায়গা, ২৩ নং ওয়ার্ড আলী আহম্মদ চুনকা সড়কের কাবিলের মোড় সংলগ্ন জনাব কাশেম জামাল সাহেবের খালি জায়গা, ২৪ নং ওয়ার্ড কাইতাখালি জনাব গোলন্দাজ সাহেবের খালি জায়গা, ২৪ নং ওয়ার্ড নবীগঞ্জ গুদাড়াঘাট সংলগ্ন খালি জায়গা (খেলার মাঠ ব্যতিত), ২৫ নং ওয়ার্ড উত্তর লক্ষণখোলা খেয়াঘাট সংলগ্ন খালি জায়গা।