উন্নয়ন সহায়তা খাতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনকে ৩ কোটি ২৪ লাখ টাকা বরাদ্দ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
আওয়ামী লীগ নতুন করে সরকার গঠনের পর গত ২৫ জানুয়ারীর এই বরাদ্দ ছিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের জন্য প্রথম।
সিটি করপোরেশনের আয়তন, জনসংখ্যা, গত অর্থ বছরের রাজস্ব আয়, রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি হার এবং সবুজ জলবায়ু অভিঘাত মোকাবেলায় বিবেচনা করে এই বরাদ্দ দেওয়া হয়েছে।
একই সাথে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে ১৩ কোটি ৫৪ লাখ, ঢাকা উত্তর সিটি করপোরেশনকে ১৮ কোটি ২৩ লাখ, চট্টগ্রাম সিটি করপোরেশনকে ১০ কোটি ৫৮ লাখ, গাজীপুর সিটি করপোরেশনকে ১০ কোটি ২২ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
এছাড়া রংপুর সিটি করপোরেশনকে ৪ কোটি ৭১ লাখ, রাজশাহী সিটি করপোরেশনকে ৩ কোটি ৫৯ লাখ, সিলেট সিটি করপোরেশনকে ৩ কোটি ১৬ লাখ, ময়মনসিংহ সিটি করপোরেশনকে ৩ কোটি ৪ লাখ টাকা বরাদ্দ দিয়েছে।