আওয়ামী লীগের দলীয় সিদ্বান্তকে সম্মান জানিয়ে উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়ালেন সাবেক মন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীর প্রতিক) এর পুত্র গাজী গোলাম মূর্তজা পাপ্পা। তিনি রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও বিসিবির পরিচালক।
মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন নারায়ণগঞ্জের রিটার্নিং কর্মকর্তার কার্যলয়ে উপস্থিত হয়ে তিনি মনোনয়ন প্রত্যাহার করেন।
এসময় গোলাম মতুর্জা পাপ্পা বলেন, ‘দলের ইচ্ছা আমার কাছে আদেশ। ১৯ বছর দলের সক্রিয় রাজনীতি করি। জন্ম থেকে আওয়ামীলীগ করি। বাংলাদেশের কোথায় কি হচ্ছে সেটা আমার দেখার বিষয় না, রূপগঞ্জ আওয়ামীলীগের ঘাটি। আমি দলের প্রতি শ্রদ্ধাশীল, নেত্রীর প্রতি আস্থাশীল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইচ্ছাই আমার রাজনৈতিক আদর্শ।
তিনি বলেন, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ, দল ও দেশের সম্মানে একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে দলের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে মনোনয়ন পত্র প্রত্যাহার করেছি।
রূপগঞ্জ উপজেলা নির্বাচনে ভোটারদের ভোট কেন্দ্রে যাওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, এখানে যারাই প্রার্থী থাকে না কেন, ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করার আহবান জানাই।
প্রসঙ্গত এমপি -মন্ত্রীদের পরিবারের সদস্য কিংবা নিকটাত্মীয়দের উপজেলা নির্বাচনে প্রার্থী না হওয়ার নির্দেশ দিয়েছে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ২১ মে রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ। এই ভোট গ্রহণ সকাল ৮ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত।