বিভিন্ন সময়ে সমালোচনা আর তিরস্কার করলেও এবার নারায়ণগঞ্জ-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য একেএম সেলিম ওসমানের পাশে বসে আলোচনা করেছেন সিটি মেয়র সেলিনা হায়াৎ আইভী। বৃহস্পতিবার (১৮ জানুয়ারী) বিকেলে নগর ভবনে নিজস্ব খামারের মিষ্টি নিয়ে সৌজন্য স্বাক্ষাতে আসলে সেলিম ওসমানকে চা, বিস্কুট আর কেক দিয়ে আপ্যায়ন করেন মেয়র আইভী।
এ সময় তারা নারায়নগঞ্জের সার্বিক পরিস্থিতি নিয়ে আলাপ করেছেন বলে জানা গেছে।
জানা গেছে, বিভিন্ন সময়ে প্রভাবশালী আওয়ামী লীগ নেতা শামীম ওসমান এমপি ও তার ভাই নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান সম্পর্কে বিভিন্ন ভাষায় কটুক্তি করতে শোনা গেছে মেয়র সেলিনা হায়াত আইভীকে। বিগত সিটি করপোরেশন নির্বাচনেও দুভাই কে গডফাদার হিসেবেও আখ্যায়িত করেছিলেন তিনি। এসব কারনে তাদের মাঝে দূরত্বের সৃষ্টি হয়। দীর্ঘদিন যার ফল ভোগ করতে হয়েছে নারায়নগঞ্জবাসীকে। উন্নয়ন বঞ্চিত হতে হয়েছে নগরবাসীকে। তাদের মাঝে দূরত্বের কারনে নগরীর নানা সমস্যা ঝুলে আছে ।
মেয়র আইভী সেলিম ওসমানকে ‘মিষ্টার ওসমান’ বলেও সমালোচনা করেছিলেন। এসব কারনে মেয়র আইভী ওসমান পরিবারের কট্রর সমালোচক হিসেবেই পরিচিত। তবে সাম্প্রতিক সময়ে সংসদ সদস্য সেলিম ওসমানের সঙ্গে দূরত্ব ঘুচতে থাকে। বিভিন্ন সময়ে তাদের দেখা সাক্ষাৎ, কথা বার্তা হয়। এর আগেও সিটি কর্পোরেশনে গিয়েছেন সংসদ সদস্য সেলিম ওসমান। নারায়ণগঞ্জের উন্নয়নের প্রশ্নেও অভিন্ন কথা বলতে শোনা গেছে দুইজনের কাছে। এবারের নির্বাচনী প্রচারণায় সেলিম ওসমান বলেছিলেন, নির্বাচিত হলে মেয়রকে সঙ্গে নিয়ে নারায়ণগঞ্জের উন্নয়নে কাজ করবেন। তারই ধারাবাহিকতায় এই সৌজন্য স্বাক্ষাৎ বলে মনে করছেন স্থানীয়রা। জনপ্রতিনিধিদের মাঝে দূরত্ব ঘুচলে নারায়ণগঞ্জবাসীই বেশী উপকৃত হবে বলে মনে করেন নগরবাসী।