কনের ইচ্ছে ছিল হেলিকপ্টারে বর আসবে। সেই ইচ্ছা পূরণ করতে হেলিকপ্টারে চড়েই বিয়ে করতে যান আল আমিন শ্রাবণ।
বৃহস্পতিবারদুপুরে রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার রূপসী এলাকা থেকে সিদ্ধিরগঞ্জের হীরাঝিল এলাকায় হেলিকপ্টার চড়ে বিয়ে করতে যান বর। ব্যতিক্রমী এই যাত্রায় খবর পেয়ে আশপাশের এলাকার মানুষ ভিড় জমান সেখানে।
বরের বন্ধু আতাউর রহমান বলেন, রূপসী এলাকার আতরুদ্দিনের ছেলে আল আমিন শ্রাবণের সঙ্গে হীরাঝিল এলাকার মেহেরুন আক্তার হীরার বিয়ে ঠিক হয়। তাঁর স্ত্রী হীরা চেয়েছিলেন তাঁর বর হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে আসুক। তাই স্ত্রীর শখ পূরণে রাজি হন শ্রাবণ।
এদিন হেলিকপ্টারে বরযাত্রার খবর পেয়ে রূপসী এলাকায় শিশু থেকে শুরু করে নানা বয়সী মানুষ মাঠে ভিড় জমায়।
যাত্রার বিষয়ে শ্রাবণ বলেন, ‘এটা শুধু আমার স্ত্রীর একার শখ নয়, আমার মা-বাবাও চেয়েছেন আমি তাঁর শখ পূরণ করি। আমি আমার শুভদিনে কাজটি করতে পেরেছি এ জন্য আলহামদুলিল্লাহ।’
নিজের ব্যতিক্রমী শখের বিষয়ে কনে হীরা বলেন, ‘ছোটবেলা থেকে শখ ছিল, আমার বর হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে আসবে। এখন আমাকে হেলিকপ্টারে নিয়ে যাবে। বিষয়টি সত্যি হতে যাচ্ছে দেখে ভালো লাগছে।’