অবশেষে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমানের সাথে আলোচনা করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। নানা টানাপোড়ন সত্ত্বেও এই দুই জনপ্রতিনিধি একসাথে বসতে পেরেছেন। ফলে নারায়ণঞ্জের উন্নয়ন সহ জনবান্ধবমুখি কর্মকাণ্ডে নতুন মাত্র যুক্ত হবে বলে মনে করছেন রাজনীতিক বিশ্লেষকরা। এই বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছে সংশ্লিষ্টরা।
জানা গেছে, গত ১৮ জানুয়ারি সিটি করপোরেশনের নগর ভবনে সৌজন্য সাক্ষাত করতে যান সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান। সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এছাড়া সেই ছবিতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর শ্রমিক লীগ নেতা কামরুর হাসান মুন্নাকে তাদের সাথে ছবিতে দেখা গেছে। ফলে তাদের দুজনের দূরত্ব কমিয়ে এক সাথে বসার পেছনে মূল কারিগর হিসেবে কাউন্সিলর মুন্না রয়েছেন বলে মনে করছেন সংশ্লিস্টরা।
সেখানে মেয়র আইভী সেলিম ওসমানের আগমন সাদরে গ্রহণ করেছেন। সেই সাথে চা, বিস্কেট ও কেক দিয়ে আপ্যায়ন করেছেন। আর আলাপচারিতায় নারায়ণগঞ্জের সার্বিক পরিস্থিতি গুরুত্ব পেয়েছে।
এর আগে, ২০১৭ সালে সিটি করপোরেশনের বাজেট অনুষ্ঠানে মেয়র আইভীর পাশে গিয়ে দাড়ান সেলিম ওসমান। ওই দিন নিতাইগঞ্জের ট্রাক স্ট্যান্ড অপরাদের দাবি করেন মেয়র আইভী। এর পরিপ্রেক্ষিতে সেলিম ওসমান নিতাইগঞ্জের ট্রাক স্ট্যান্ড অপসারন করেন। ফলে যানজট নিরসন হলে এলাকাবাসী স্বস্তির নিঃশ্বাস ফেলে।
তবে ২০১৮ সালে হকার ইস্যু সহ নানা কারণে এই দুজনের মধ্যে দূরত্ব তৈরি হয়। এর মাঝে অবশ্য সেলিম ওসমান বেশ কয়েকবার এক টেবিলে বসার আহবান জানিয়েছেন। তবে সেই সুভক্ষণ আর দেখা যায়নি। যদিও এর মধ্যে দু-একবার নানা অনুষ্ঠানের সভায় এক মঞ্চে তাদের দেখা গেছে। তবে সেখানে আলোচনা হয়নি। তবে এবার সেই দূরত্ব কমিয়ে তারা দুজন আলোচনায় বসেছেন।
সংশ্লিষ্টরা বলছেন, এই দুই জনপ্রতিনিধি এক সাথে কাজ করলে এ জেলার উন্নয়নমূলক নানা কাজ করা সম্ভব। সেই সাথে নানা সংকট সহ ভোগান্তি নিরসন করা সম্ভব হবে। ফলে এসব কাজ নারায়ণগঞ্জবাসীর জন্য কল্যান বয়ে আনবে।