নারায়ণগঞ্জের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, দেশের অন্যতম বিশিষ্ট ক্রিড়া সংগঠক কুতুবউদ্দিন আকসির ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুমর নামাজে জানাজা বৃহস্পতিবার সকাল ১০ টায় মাসদাইর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে।
মরহুম কুতুবউদ্দিন আকসির বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন। বুধবার ২৬ জুন বিকেলে তিনি শেষ নিঃশাস ত্যাগ করেন।
তিনি বিসিবি’র সাবেক সহ-সভাপতি ছিলেন। তোলারাম কলেজ ছাত্র-ছাত্রী সংসদের১৯৬৬-৬৭ সালে ভিপি, ১৯৬৫-৬৬ সালে জিএস, ১৯৬৪-৬৫ সালে ক্রিড়া সম্পাদক ছিলেন। ১৯৮৪ সাল থেকে পরপর ৫ বার জাতীয় শুটিং প্রতিযেগিতায় স্বর্নপদক অর্জন করেন।
মৃত্যুর সময় কুতুবউদ্দিন আকসির এক ছেলে, ২ মেয়ে ও স্ত্রী রেখে গেছেন।
কুতুব উদ্দিন আকসির এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে দৈনিক সবার কণ্ঠ ও এনএনডি টিভি পরিবার। সবার কণ্ঠের প্রকাশক ও সম্পাদক, এনএনডি টিভির চেয়ারম্যান ফয়েজ উদ্দিন আহমদ লাভলু এবং সম্পাদক ও সিইও মোবারক হোসেন কমল খান এক শোক বার্তায় মরহুমর আত্মার মাগফেরাত কামনা করেন।