দ্বাদশ সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল্লাহ আল কায়সারের উপর আস্থা রাখতে শুরু করেছে জাতীয় পার্টির অনেক নেতাকর্মী। এতে দলটির অনেক নেতাকর্মী নৌকার প্রার্থী কায়সার হাসনাতকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে আওয়ামী লীগের যোগ দিচেছন। এমনকি আওয়ামী লীগের নৌকা প্রতীকের পক্ষে প্রচারণায় অংশ নিয়ে ভোট প্রার্থনা করছেন। গত কিছু দিন ধরে আওয়ামী লীগে যোগ দিয়েছেন এক ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি সহ প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী। দিন যতই ঘনিয়ে আসছে ততই জাপা ছেড়ে আওয়ামী লীগে যোগ দেওয়া নেতাকর্মীর তালিকা দীর্ঘ হচ্ছে।
সূত্র জানায়, জাতীয় পার্টি ছেড়ে আওয়ামী লীগে যোগদান করায় সাদিপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আবুল হাসেম কে দল থেকে বহিষ্কার করেছে উপজেলা জাতীয় পার্টি।
২০১৮ সালের নির্বাচনে এ আসনে জাতীয় পার্টিকে আসন ছেড়ে দেওয়ায় ভোট দেওয়ার আর সুযোগ পায়নি নেতাকর্মীরা।আওয়ামী লীগে আসা নেতাকর্মীদের দাবি, তারা আওয়ামী লীগেই ছিলেন। গত ১০ বছর আওয়ামী লীগের প্রার্থী না থাকায় এ আসনের সংসদ সদস্য বিভিন্ন কৌশল অবলম্বন করে তাদের জাতীয় পার্টিতে যোগদানে বাধ্য করেছেন। আওয়ামী লীগের প্রার্থী আসায় ভয়ভীতি, আশঙ্কা দূর করে তারা ঘরে ফিরে এসেছেন। ফিরে এসেই দলীয় প্রতীকের নির্বাচনী মাঠে কাজ করছেন।সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আলী হায়দার বলেন, সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা জনপ্রতিনিধিসহ আওয়ামী লীগের নেতাকর্মীর জাপায় নিয়ে কমিটিকরেছেন। এখন দলীয় প্রতীক পাওয়ার পর তাদের লোকজন ঘরে ফিরে আসছেন। খোকা বিএনপি লোকজনকেও জাপায় এনেছেন। এখন তিনি বিএনপিতে ভর করে আছেন।
নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু নাইম ইকবাল বলেন, নৌকা প্রতীক পাওয়ার পর থেকে জাতীয় পার্টির নেতাকর্মীদের ভয় ভীতি দেখিয়ে আওয়ামী লীগে যোগদান করানোহচ্ছে। তাদের নির্বাচনী প্রচারেও বাধা দেওয়া হচ্ছে।