বাঙালি ধর্মগুরু ও সৎসঙ্গের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৬ তম শুভ আবির্ভাব -বর্ষ -স্মরণ উপলক্ষে মহোৎসব পালন করছে নারায়ণগঞ্জের সনাতন ধর্মালম্বীরা।
৩ দিন ব্যাপী এই উৎসবের দ্বিতীয় দিন শুক্রবার রাতে নারায়ণগঞ্জ শহরের নতুন পালপাড়া সৎসঙ্গ মন্দিরে অংশ নেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান শ্রী চন্দন শীল।
সেখানে তিনি প্রধান অতিথী হিসাবে উপস্থিত থেকে মনোজ্ব সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগিত পরিবেশন করেন।
১৮৮৮ সালে ঠাকুর অনুকূলচন্দ্র বঙ্গ প্রদেশের পাবনা জেলার হিমায়তপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা হলেন শিবচন্দ্র চক্রবর্তী এবং মাতা হলেন মনমোহিনী দেবী। তিনি সৎসঙ্গ প্রতিষ্ঠা করেন। তার ১৩৬ তম শুভ আবির্ভাব -বর্ষ -স্মরণে নারায়ণগঞ্জ শহরের নতুন পালপাড়া সৎসঙ্গ মন্দির ১৮ জানুয়ারী থেকে মহোৎসব শুরু হয়েছে। বলবে ২০ জানুয়ারি পর্যন্ত।