এনএনডি টিভি: ধলেশ্বরী নদী দখল করে গড়ে তোলা ৩৫অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দর কর্তৃপক্ষ।
ফতুল্লা বক্তাবলী এলাকায় চলা অভিযানে বৃহস্পতিবার (২৫ জানুয়ারী) সকাল থেকে বিকাল পর্যন্ত অভিযান পরিচারনা করা হয়।
৩৫ অবৈধ স্থাপনার মধ্যে ২২টি ইটভাটার বাশের পাইলিং, ৮ টি টংঘর, ৫ টি বালুর গদি ভেঙ্গে উচ্ছেদ করা হয়। এছাড়া নৌযান অধ্যাদেশ আইনে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ২টি বাল্কহেডকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে উপস্থিত ছিলেন, বিআইডব্লিউটিএর নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম-পরিচালক মোঃ শহীদ উল্যাহ, উপ-পরিচালক মোঃ মোবারক হোসেন মজুমদার, সহকারী পরিচালক নাহিদ হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা। অভিযানকালে বিপুলসংখ্যক পুলিশ, নৌপুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ জানান, বৃহস্পতিবার অভিযানে ৩৫ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এছাড়া ২ টি নৌযানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। হাইকোর্টের নির্দেশে আমাদের উচ্ছেদ অভিযান চলমান থাকবে।