ধর্ষণ মামলায় হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম-মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
মঙ্গলবার (২৫ জুন) দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল এই গ্রেফতারী পরোয়ানা জারি করেন।
বিষয়টি নিশ্চিত করে কোর্ট পুলিশের পরিদর্শক মো. আবদুর রশিদ বলেন, মামুনুল হকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। আজকে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। তবে সাক্ষী উপস্থিত থাকলে ও মামুনুল হক আদালতে অনুপস্থিত ছিলেন। এ কারণে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ান জারি করা হয়েছে।
আসামী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট একেএম ওমর ফারুক নয়ন বলেন, ধর্ষণ মামলায় মামুনুল হক জামিনে ছিলেন। আজ মামলার সর্বশেষ সাক্ষী ইন্সপেক্টর ও মামলার আইও এস এম শফিকুল ইসলামের চতুর্থ দফায় সাক্ষ্য গ্রহণ করা হয়। তবে মামুনুল হক অসুস্থ থাকায় আদালতে উপস্থিত হতে পারেনি। এই সংক্রান্ত হাসপাতালের কাগজপত্র আদালতে জমা দেয়া হয়েছে। এরপরও তার বিরুদ্ধে গ্রেফতার পরোয়ানা জারি করা হয়।
এর আগে গত ৪ এপ্রিল নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল ধর্ষণ মামলায় মামুনুল হকের জামিন মঞ্জুর করেন। সেই সাথে এই মামলাটির সাক্ষীদের জেরা চলমান ছিলো। তারই অংশ হিসেবে মামলায় তদন্তকারী কর্মকর্তা ইন্সফেক্টর এস এম শফিকুল ইসলামকে চতুর্থ দফায় জেরার দিন ধার্য্য করা ছিলো।
প্রসঙ্গত, ২০২১ সালের ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁও রয়েল রিসোর্টে এক নারীর সঙ্গে অবস্থান করা অবস্থায় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে ঘেরাও করে। পরে হেফাজতে ইসলামের নেতাকর্মী ও সমর্থকরা এসে রিসোর্টে ব্যাপক ভাঙচুর চালিয়ে তাকে নিয়ে যায়। পরে ৩০ এপ্রিল সোনারগাঁ থানায় মামুনুল হকের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলা করেন তার সাথে থাকা ওই নারী।