নারায়ণগঞ্জে ফুটপাত থেকে হকার উচ্ছেদের প্রতিবাদে ও হকারদের পুনর্বাসনের দাবিতে সিটি কর্পোরেশন ঘেরাও করেছে হকাররা। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারী) দুপুরে বিক্ষোভ মিছিল করে পরিবার পরিজনদের নিয়ে নগর ভবনের সামনে অবস্থান নেয় তারা।
এ সময় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী বরাবর হকাররা স্মারকলিপি দিয়েছেন। মেয়রের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন ১৮নং ওয়ার্ড কাউন্সিলর কামরুল হাসান মুন্না, সংরক্ষিত নারী কাউন্সিলর শাওন অংকন।
এর আগে বৃহস্পতিবার সকাল থেকেই হকাররা চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হতে থাকেন। সমাবেশে অনেকেই নিজেদের পরিবারের সদস্য ও শিশুদেরও সঙ্গে নিয়ে আসেন। এ সময় নিজেদের দুঃখ দুর্দশার কথা তুলে ধরেন তারা। চাষাঢ়ায় সংক্ষিপ্ত সমাবেশ শেষে মিছিল নিয়ে নগরভবনের উদ্দেশ্যে যান হকাররা। পরে নগরভবনের সামনে পৌঁছে সেখানে স্বজনদের নিয়ে বসে নগরভবন ঘেরাও করে বিক্ষোভ করতে থাকেন তারা। পরে হকারদের একটি প্রতিনিধিদল নগরভবনের ভেতরে গিয়ে স্মারকলিপি দেন।
এর আগে গত ৩ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ প্রেসক্লাবে এক গোলটেবিল বৈঠকে অংশ নিয়ে শহরের নাগরিক সমস্যা সমাধানে পরস্পর ঐক্যমতে পৌছান নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী
বৈঠকে শহরের যানজট নিরসনের জন্য বেশ কয়েকটি উদ্যোগ দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়নের কথা বলা হয়। এর মধ্যে ফুটপাতের হকার উচ্ছেদের উদ্যোগ অন্যতম।
হকার উচ্ছেদের পর থেকেই গত দুই সপ্তাহ ধরে রাজপথে পুনর্বাসন অথবা ফুটপাতের বসার অনুমতি চেয়ে আন্দোলন করছেন হকাররা।