ঘুষের ৪২ লাখ টাকা উদ্ধারের ঘটনায় ভূমি অধিগ্রহণ শাখার সার্ভেয়ারকে গ্রেপ্তারের পর থেকে নারায়ণগঞ্জের ভূমি অফিসের দূর্নীতি নিয়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
এ সব অফিসের কর্মচারীদের অর্থ সম্পদ আর বিলাসিতা নিয়ে বেশ আলোচনা-সমালোচনা চলছে। উঠছে গণ গণ বিদেশ ভ্রমণের বিষয়টিও।
বৈশ্বিক অর্থনৈতিক অবস্থার পরিপ্রেক্ষিতে রাষ্ট্রীয় খরচে সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা থাকার পরেও নারায়ণগঞ্জের ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণ নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। যদিও তারা গিয়েছেন নিজেস্ব খরচে।
ঢাকার বিভাগীয় কমিশনারের কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২৩ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত নারায়ণগঞ্জের বিভিন্ন ভূমি অফিসের দেড় ডজন কর্মচারীর নামে বিদেশ ভ্রমণের সরকারি পরিপত্র জারি হয়েছে। এর মধ্যে , ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, অফিস সহায়ক, কানুনগো, জারীকারক বেশি।
সফরের তালিকায় সৌদি আরব, ভারত ও নেপাল আছে। তারা হজ্ব, চিকিৎসা আর সেমিনারে অংশ নেওয়ার জন্য বিদেশে গিয়েছেন।
ভ্রমনকারীদের তালিকায় রয়েছে-জামপুর ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহায়ক আওলাদ হোসেন, বন্দর ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা সুজিত কুমার চন্দ্র, আড়াইহাজার উপজেলা ভূমি অফিসের কানুনগো মো. বিলিয়ান, জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখার কানুনগো এ বি এম হাবিব উল্লাহ, এনায়েতনগর ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা মোসা. ফরিদা খাতুন,সোনারগাঁর উপজেলা ভূমি অফিসের জারীকারক তপন চন্দ্র সূত্রধর, সাতগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মো. মোস্তফা মিয়া, জেলা প্রশাসকের কার্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. বাবুল মিয়া, ফতুল্লা ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা মো. ইয়ানবী, কুতুবপুর ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা মো. মফিজ উদ্দিন, রূপগঞ্জের ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা তোফায়েল আহাম্মদ সরকার, রূপগঞ্জের তারাব পৌর ভূমি অফিসের অফিস সহায়ক মো. হাসানউজ্জামান, সোনারগাঁয়ের বৈদ্যেবাজার ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা ফাতেমা বেগম, গোদনাইল ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহায়ক মোছা: শাপলা আক্তার, কাঁচপুর ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহায়ক মো: মাসুদ মিয়া, সোনারগাঁ উপজেলা ভূমি অফিসের অফিস সহায়ক শাহীন মো. আব্দুল বারীর নাম।
এ তালিকায় পিছিয়ে নেই পিছিয়ে নেই উপজেলা প্রশাসনের ফটোকপি মেশিন অপারেটর আর অফিস সহকারীরাও।
খোঁজ নিয়ে জানা গেছে, বেশির ভাগ কর্মকর্তা কর্মচারী হজ্ব পালনের উদ্দেশ্যে নিজেস্ব অর্থায়নে গিয়েছেন। তবে, তাদের এই অর্থের জোগান নিয়ে প্রশ্ন রয়েছে সাধারণ মানুষের মধ্যে।
ঢাকার বিভাগীয় কমিশনারের কার্যালয়ের এক জন জানান, ঢাকা বিভাগের অন্যান্য জেলার তুলনায় সবচেয়ে বেশি কর্মচারী বিদেশ গমনে গিয়েছে নারায়ণগঞ্জ থেকে।
ঘুষ লেনদেনের অভিযোগে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হকের সহযোগীতায় কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখার সার্ভেয়ার কাওসার আহমেদকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ ঘটনার পর থেকে ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারীদের নড়ে চরে বসার খবর পাওয়া গেছে।