সরকারের পদত্যাগের দাবিতে নারায়ণগঞ্জ আদালত পাড়ায় কালো পতাকা মিছিল করেছে বিএনপিপন্থী আইনজীবীদেন সংগঠন ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্ট (ইউএলএফ) নারায়ণগঞ্জ জেলা শাখা।
কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রোববার (১৪ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এসময়ে কালো পতাকা মিছিল থেকে ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্টের নেতাকর্মীরা ডামি নির্বাচন বাতিল এবং সরকারের পদত্যাগের দাবিসহ সরকারের বিরুদ্ধে নানা শ্লোগান দেন।
শ্লোগান শেষে সংক্ষিপ্ত বক্তব্যে আইনজীবী নেতারা বলেন, স্বৈরাচারী হাসিনা সরকারের অধীনে বাংলাদেশে কোনো নির্বাচন সুষ্ঠু হবে না। গত ৭ জানুয়ারির অবৈধ নির্বাচন এদেশের মানুষ বর্জন করেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ডাকে সাড়া দিয়ে এদেশের মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার লক্ষ্যে ৭ জানুয়ারি নির্বাচনে ভোটকেন্দ্রে যায়নি। সারাদেশের ভোট কেন্দ্রগুলোতে দুই শতাংশ ভোটার উপস্থিত হয়েছিলো বাকি ৯৮ শতাংশ মানুষ এই সরকারকে লাল কার্ড দেখিয়েছে। আমরা এই অবৈধ নির্বাচন মানি না, অবৈধ নির্বাচনে গঠিত সরকার মানি না অবিলম্বে এই সরকারকে পদত্যাগ করে নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন আয়োজনের দাবি জানাচ্ছি। অন্যথায় রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তোলে জনগণের গণতন্ত্র রক্ষার দাবি আদায় করে ছাড়বো।
আরো পড়ুন: খোকাসহ হেরে যাওয়া জাপা নেতারা বসছেন রোববার
নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এড. সরকার হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড. আবুল কালাম আজাদ জাকির ও যুগ্ম সম্পাদক এডভোকেট এইচএম আনোয়ার প্রধানের সঞ্চালনায় অনুষ্ঠিত কালো পতাকা মিছিল আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক এড. একেএম ওমর ফারুক নয়ন, সিনিয়র আইনজীবী এড. আব্দুল বাতেন, এড. রকিবুল হাসান শিমুল, এড. বেনজির আহমেদ, এড. মানিক মিয়া, এড. সীমা সিদ্দিকী, এড. মাসুদা বেগম শম্পা, এড. নুরুল আমিন মাসুম, এড. নজরুল ইসলাম মাসুম, এড. হেলাল উদ্দীন সরকার প্রমুখ।