নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় আগামী ৬ জুন নারায়ণগঞ্জের শিল্পকলা একাডেমিতে গণশুনানি আয়োজন করতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন দুদক।
দুর্নীতি দমন কমিশনের গণ শুনানি আয়োজন উপলক্ষে মঙ্গলবার (২৮ মে) দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, দুর্নীতি দমন কমিশনের নারায়ণগঞ্জের কার্যালয়ের উপ পরিচালক মইনুল হাসান রওশানী।
এ সময় আরও উপস্থিত ছিলেন- দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক ওমর ফারুক, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাজাহার হোসেন মাজুম, সাধারণ সম্পাদক বাবুল কৃষ্ণ সাহা, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আরিফ আলম দিপু, সহ-সভাপতি বিল্লাল হোসেন রবিন এবং সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন।
সংবাদ সম্মেলনে মইনুল হাসান রওশানী জানান, দুর্নীতি উন্নত রাষ্ট্র বিনির্মাণে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা। তাই দুর্নীতি দমন কমিশন সমাজ থেকে দুর্নীতি নির্মূলে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। গণশুনানীর মাধ্যমে জনগণের হয়রানি ও দুর্নীতিমুক্ত সরকারি পরিষেবা প্রধান নিশ্চিত করা হবে। সরকারি কর্মকর্তাদের সেবা প্রধানের স্বচ্ছতা, জবাবদিহিতা ও আন্তরিকতা আনার লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা সদরের বিভিন্ন সরকারি, আধাসরকারি, স্বায়ওশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নিয়ে সেবা প্রাপ্তির বিষয়ে গন শুনানি আয়োজন করা হবে। এছাড়া কেউ চাইলে দুদকের ফর্মে লিখিত অভিযোগ করতে পারবে, কেউ চাইলে অভিযোগকারীর পরিচয় গোপন রাখতে পারবে। তাছাড়া দুদকের হট লাইন নাম্বার ১০৬ এ অভিযোগ করতে পারবে। ইতিমধ্যে অভিযোগ সংগ্রহ করা হচ্ছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত ও পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়ার কথা জানান।
সাংবাদিকদের প্রশ্নের জাবাবে বলেন, একজন ব্যক্তি অবৈধ ভাবে কি কি অর্জন করেছে এবং অবৈধ সম্পদের বিষয়ে দুদক প্রথমে অনুসন্ধান করবে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ঘুষ, ক্ষমতার অপব্যবহার, সরকারি সম্পদ ও অর্থ আত্মসাৎ, অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারসহ নাগরিক হয়রানি সক্রান্ত অভিযোগ গ্রহণ করে দুদক। অভিযোগকারীর নাম প্রয়োজনে গোপন রাখা হয়।
নারায়ণগঞ্জ সদর উপজেলায় অবস্থিত যে কোন সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত দপ্তর, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সেবা পেতে ঘুষ, দুর্নীতি বা হয়রানির শিকার হলে গণশুনানিতে তুলে ধরার আহবান জানান তিনি। গণশুনানিরতে অংশ নিতে ৫ জুনের মধ্যে নির্দিষ্ট ফরমে অভিযোগ দিতে হবে। এছাড়া দুদুকের নির্ধারিত চারটি নাম্বারে (০১৪০০-০৬৯১২০, ০১৭১২-৭০১২০৭, ০১৭৮৩-৫৫৬৫৫১, ০১৯০৯-৮৭৬০২৭) ফোন করে অভিযোগ দেয়া যাবে।