নারায়ণগঞ্জের ১২ ইটভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় ইটভাটা গুলোর কর্তৃপক্ষদের ৮১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত চলা এই অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজেস্ট্রেট তামজীদ আহমেদ। এতে সহযোগীতা করেন নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তর সহকারী পরিচালক শেখ মোজাহীদ ।
জরিমানা করা ইটভাটা গুলো হলো- মেসার্স সেলিম ব্রিক্স, মেসার্স বন্ধু বিক্স, মেসাস নিউ ব্রিক সান, জমজম ব্রিক্স, ধলেশ্বরী ব্রিক্স, চার চরহবিল ব্রিক্স, তৈয়ব ব্রিকস, নূরে মদিনা ব্রিকস, মহব্বত আলী ব্রিকস, নিউ নূর ব্রিকস ও রাকিব ব্রিকস।
নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তর সহকারী পরিচালক শেখ মোজাহীদ জানান, পরিবেশ ছাড়পত্র ও লাইসেন্স ছাড়াই ইট তৈরি করত। তাই জরিমানা করা হয়েছে।