কয়েক দিনের টানা তীব্র তাপদাহে অতিষ্ঠ নগরীর পথচারী ও শ্রমজীবী মানুষের মাঝে সচেতনতা মুলক লিফলেট, বিনামূল্যে বিশুদ্ধ খাবার পানির বোতল ও স্যালাইন বিতরণ করছেন নারায়ণগঞ্জ প্রেস মালিক সমিতির সদস্যরা।
সোমবার (২৯ এপ্রিল) বেলা ১১ টায় নগরীর বিবি রোডের ২নং রেল গেইট এলাকায় বিভিন্ন যানবাহন চালক, যাত্রী, দিনমজুরসহ তৃষ্ণার্ত মানুষের হাতে পানির বোতল ও স্যালাইন তুলে দেন। এবং সচেতনতা মুলক লিফলেট বিতরণ করেছেন।
এসময় বলেন, নারায়ণগঞ্জ প্রেস মালিক সমিতির সাধারণ সম্পাদক ও প্রকল্প স্বমন্বয়কারী কামরুল হাসান দর্পন জানান, তীব্র তাপদাহে আমরা সকলেই অতিষ্ঠ হয়ে পড়েছি। অসহনীয় এই গরমে জীবিকা অর্জনে যেমন বিশাল বাধা, তেমনি প্রত্যেকের পরিবার রয়েছে স্বাস্থ্য ঝুঁকিতে। আমাদের প্রেস মালিক সমিতি পক্ষ থেকে পথচারী ও শ্রমজীবী মানুষকে প্রশান্তি দিতে ঠান্ডা খাবার পানি ও স্যালাইন বিতরণ করছি। এবং এই গরমে স্বাস্থ্য ঝুঁকি কমাতে সচেতনতা মুলক লিফলেট বিতরণ কর্মসূচী করছি। তিনি আরও বলেন, এই সংগঠন যে কোন দূর্যোগপূর্ন সময়ে সধারণ মানুষের পাশে দাড়াঁয়।
এসময় আরও উপস্থিত ছিলেন হাজী মোঃ শফি হোসেন সরদার, মোঃ ইকরামুল কবির, মোস্তাক আহমেদ, মোঃ মাসুদ হোসেন, হাবিবুর রহমান হাবিব, মোঃ সাজ্জাদ হোসেন রিয়াদ, মোঃ রুহুল আমিন, মহিউদ্দিন মোল্লা, মোঃ মোহতাশিম বিল্লাহ্ মোর্শেদ, মোঃ রতন হোসেন, মোঃ মাহবুবুর রহমান মিলন, ভজন দাস, মোঃ শরিফুল ইসলাম, মোঃ রবিউল ইসলাম, মোঃ সফিকুল ইসলাম, মোঃ রফিকুল ইসলাম, শাহিনুর খাঁন, মোঃ জাহাঙ্গীর হোসেন, মোজাম্মেল হোসেন, মোঃ মাসুদ রানা ও মোঃ ফারুক মোল্লা।