বুধবার (২১ আগস্ট) মধ্যরাতের টানা বৃষ্টিতে নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন এলাকা তলিয়ে গেছে। শহরের আমলাপাড়া, গলাচিপা, মাসদাইর, জামতলা, কলেজরোডসহ বঙ্গবন্ধু সড়কের বেশিরভাগ অংশে পানি জমে গেছে, যার ফলে সাধারণ মানুষ দুর্ভোগে পড়েছে। সকালে শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, পানির স্তর বৃদ্ধি পেয়েছে এবং যান চলাচলে ব্যাপক সমস্যা দেখা দিয়েছে। অফিসগামী মানুষ ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা চরম বিপাকের সম্মুখীন হচ্ছে। কিছু সড়কে ৫ মিনিটের রাস্তা পার হতে সময় লাগছে ২০-৩০ মিনিট। অনেকেই ময়লা ও দুর্গন্ধযুক্ত পানি পার হয়ে কর্মস্থলে পৌঁছানোর চেষ্টা করছেন।
জামতলা এলাকার বাসিন্দা নাজমুল হোসেন শান্ত বলেন, সামান্য বৃষ্টি হলেই জামতলা এলাকায় চলাচল অসম্ভব হয়ে পড়ে। আমরা মারাত্মক সমস্যার মুখোমুখি। বাসা থেকে বের হওয়াও কঠিন হয়ে উঠেছে। থ্রি-হুইলার চালক কবির হোসেন জানান, পানিতে গাড়ির যন্ত্রাংশ নষ্ট হচ্ছে এবং রাস্তায় কাত হয়ে পড়ার আতঙ্ক রয়েছে। বৃষ্টি ও রাস্তার পানির কারণে যাত্রী কমে গেছে এবং গাড়ি ভাড়া উঠছে না।
নগরীর চাষাড়ায় রিকশার জন্য অপেক্ষমাণ এক যাত্রী বলেন, চারদিকে পানি আর রিকশার ভাড়া প্রায় দ্বিগুণ হয়ে গেছে, ফলে আমরা বেশ দুর্ভোগে রয়েছি। এই অবস্থার একটি স্থায়ী সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আবেদন জানাচ্ছি ১৩নং ওয়ার্ডের মাসদাইর এলাকার বাসিন্দা মাসুদ রানা জানান, রাস্তাগুলোর অবস্থা এতই খারাপ যে, হাঁটা অসম্ভব হয়ে পড়েছে। অসুস্থ হলে অ্যাম্বুলেন্সে নেওয়া সম্ভব হচ্ছে না। এদিকে, নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন এলাকার খারাপ অবস্থা তুলে ধরে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন পোস্ট করছেন।