শনিবার ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ রাত ৩:৪৪
শিরোনাম :
অনলাইনে ঘরে বসে মিলবে জমির খতিয়ান: ভূমি উপদেষ্টা হত্যা মামলায় ইয়ার্ন মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি গ্রেপ্তার আওয়ামী লীগের নাম দিয়েছে আফসোস লীগ: খান সোহেল আগামীর বাংলাদেশে আর কোনো অন্যায়-অবিচার হবে না: আব্দুল জব্বার ৫শ সনাতন পরিবারকে বস্ত্র বিতরণ ও আর্থিক উপহার দিলো দিদার খন্দকার বাংলাদেশ থেকে পোশাকশিল্প সরিয়ে নেওয়ার ষড়যন্ত্র হচ্ছে: হাতেম মামলার তদন্ত না করে পুলিশ অহেতুক কাউকে গ্রেফতার করবে না: নবাগত এসপি আড়াইহাজারে সাইফ হত্যার ঘটনায় শেখ হাসিনা-শামীম সহ ৯৪ জন আসামি শামীম ওসমানের ক্যাডার বাহিনী জিম্মি করে রেখেছিলো: গিয়াসউদ্দিন আড়াইহাজার থানার ধ্বংস্তুপ পরিদর্শন করলেন পুলিশ সুপার রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ এক মাসের আয় বন্যার্তদের দিলেন সিয়াম-অবন্তি দম্পতি আমরা প্রতিবাদী-বিপ্লবী, হার না মানা নির্ভীক যোদ্ধা : চমক বন্যার্তদের সর্বোচ্চ সহায়তা করতে চাইলেন জয়া আহসান প্রিয়তমা’র পর নতুন সিনেমা ‘বরবাদ’ নিয়ে শাকিব খান ও ইধিকা পাল ঢাকা-১০ আসনের সাবেক এমপি ফেরদৌস আহমেদের বিরুদ্ধে হত্যা মামলা ২১ হলে মুক্তি পেল ডিপজলের সিনেমা হত্যা মামলায় সাকিবকে আসামি, মিথিলার ‘দুঃখ প্রকাশ’ রাওয়ালপিন্ডি টেস্ট: সাদমান-মুমিনুলের ব্যাটে লড়ছে বাংলাদেশ পাকিস্তান হাইকমিশনারের সঙ্গে বিএনপির বৈঠক

রূপগঞ্জে আলোচনায় ২ প্রার্থীর নতুন গাড়ী

এনএনডি টিভি
  • আপডেট : ডিসেম্বর, ৩১, ২০২৩, ৩:৩০ অপরাহ্ণ
  • ১০১ ০৯ বার দেখা হয়েছে
নারায়ণগঞ্জ-১ আসনে ২ প্রার্থীর নতুন গাড়ি আলোচনায়

নারায়ণগঞ্জ-১ আসনে দুই প্রার্থীর নতুন গাড়ী নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।  একজনপ্রায় ২ কোটি টাকা মূল্যেও প্রাডো, আরেক জন ৬০ লাখ টাকা মুল্যের বিলাশবহুল নিশানগাড়ি হাকিয়ে চলছেন। গাড়ি ক্রয়ের অর্থের উৎস নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে পুরো এলাকায়।

 

জানা গেছে, রূপগঞ্জ উপজেলা নিয়ে গঠিত নারায়ণগঞ্জ—১আসনে তৃণমূল বিএনপির মহাসচিব তৈমূর আলম খন্দকার তার দল থেকে মনোনয়ন নিয়ে নির্বাচনে লড়ছেন। এই আসনে স্বতন্ত্র প্রাথী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান ভূঁইয়া। শুরু থেকেই তাদের বিরুদ্ধে প্রভাবশালী একটি মহলের সাথে সখ্যতার গুঞ্জন উঠেছিল।

 

আসনটির নৌকার প্রাথীও করেছিলেন একই অভিযোগ।

 

সরেজমিনে দেখা গেছে, উভয় প্রাথীই নিবাচনী প্রচারনায়আলিশান দুই নতুন গাড়ি নামিয়ে শোডাউন করছেন। এর মধ্যে সম্প্রতি কেটলি প্রতীকের স্বতন্ত্রপ্রাথী নিবাচনী প্রচারণাকালে প্রায় ২ কোটি টাকা মূল্যের একটি সাদা রঙের ব্রান্ডনিউ প্রাডোতে চড়ে আসেন। এতে স্থানীয়দের মাঝে শাহজাহানকে নিয়ে তোলপাড় শুরু হয়।

 

অন্যদিকে, গতকাল তৃণমূল বিএনপির প্রাথী তৈমূর আলমখন্দকারও একটি ‘পিত্তি’ রঙের নিশান এক্স ট্রেইল গাড়ি নিয়ে নিবাচনী প্রচারণায় আসেন।  তৈমূরেরওই নতুন গাড়ি দেখে চমকে উঠেন তার প্রচারণায় অংশ নেয়া বহু সমথকরাও।  এদিকে, ভোটের মাঠে তৈমূর ও শাহজাহানের দুই নতুন গাড়ির খবর চারিদিকে ছড়িয়ে পরলে স্থানীয়দের মাঝে তুমুল আলোচনা শুরু হয়। তাদের ওই বিলাশবহুল দুই গাড়ীর উৎস কী তা নিয়ে চলছে নানা গুঞ্জন।  জানা গেছে, শাহজাহান ভূঁইয়া রূপগঞ্জ উপজেলার চেয়ারম্যান থাকাবস্থায় সরকারী গাড়ী ব্যবহার করতেন। ব্যক্তিগত গাড়ি বলতে ছিলো একটিএক্স—নোয়া।  তাও আবার ২০০৬ এর মডেলের।

 

হলফনামা ঘেঁটে দেখা যায়, ২০১৪ সালে শাহজাহান ভূঁইয়ার বার্ষিক আয় ছিল ৪ লাখ ৮০ হাজার টাকা।  ব্যবসার মুনাফা, বাড়ি, দোকানভাড়া, সঞ্চয়পত্র ও অন্যান্য খাত থেকে এখন তিনি বছরে আয় করছেন সাড়ে ৮১ লাখ টাকা, যা ২০১৪ সালের তুলনায় প্রায় ১৭ গুণ বেশি।  তবে তাঁর হাতে কিংবা ব্যাংকে নগদ এক টাকাও নেই বলে তার হলফনামায় উল্লেখ করেন তিনি।  সেই শাহাজাহান ভূইয়া ভোটের মাঠে নেমে প্রায় ৫ কোটি টাকা মূল্যের বিলাশ বহুল ব্রান্ড নিউ গাড়ি কোথায় পেলেন সেই প্রশ্নই জনমনে।

 

অন্যদিকে, হলফনামা অনুযায়ী তৈমুরের নগদ ৬ লাখ ৫১হাজার টাকা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ৩৬ লাখ ৬৮ হাজার টাকাসহ মোট অস্থাবর সম্পদ হয়েছে ৪৩ লাখ ২০ হাজার টাকা।  সেই তৈমূর ভোটের মাঠে নেমে ৬০ লাখ টাকা মূল্যের নতুন গাড়ি কিনেছেন।  তার ওই নতুন গাড়ির অর্থের উৎস কী, তা নিয়ে নানা গুঞ্জন চলছে।

 

এদিকে, গতকাল তৈমূর আলম খন্দকারের কাছে তার গাড়ির বিষয়ে জিজ্ঞেস করতেই পাশে থাকা তার স্ত্রী অনেকটা চটে উঠেন।  পরে তৈমূর আলমখন্দকার বলেন, গুলশানে তার শ্যালকের গাড়ির শো—রুম রয়েছে। ওই শ্যালকই তাকে নির্বাচন উপলক্ষ্যে ওই নতুন গাড়িটি উপহার দিয়েছে।  তবে, শাহজাহান ভূইয়া প্রায় ২ কোটি টাকা মূল্যেরওই বিলাশবহুল গাড়িটি কোত্থেকে পেয়েছেন, সেই বিষয়ে তার কাছ থেকে বক্তব্য পাওয়া যায়নি।

 

গুঞ্জন চলছে, একটি প্রভাবশালী মহল শাহজাহান ও তৈমূরকে নির্বাচনে নামিয়ে অর্থের খেলায় মেতেছেন।

 

ইতিমধ্যেই রূপগঞ্জে আওয়ামী লীগের দলীয় প্রাথী গোলাম দস্তগীর গাজী সাংবাদিকদের বলেছেন, ‘রূপগঞ্জের পূর্বাচলকে ঘিরে জমির দাম বহুগুণে বেড়ে গেছে।  তাই প্রভাবশালী একটি ভূমিদস্যু চক্র রূপগঞ্জের জমি দখলে নিতে পুতুল প্রাথী দাঁড় করি য়েছেন।  ভূমিদস্যুদের আর্থিক সহযোগিতা ও পৃষ্ঠপোষকতায় প্রাথী হয়েছেন তারা।’ ওই ভূমিদস্যু মহল থেকেই শাহজাহান ও তৈমূর নতুন গাড়ী উপহার পেয়েছেন কিনা তা নিয়েই জোরালো গুঞ্জন চলছে রূপগঞ্জের সাধারণ ভোটারদের মাঝে।

 

 

 

খবরটি শেয়ার করে আপনার বন্ধুকে পড়ার সুযোগ করে দিন

More News Of This Category

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  
© All rights reserved © 2023 এনএনডি টিভি
Design & Developed BY:
ThemesCell