নারায়ণগঞ্জ জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ এ কে এম শামীম ওসমানের ন্ত্রী সালমা ওসমান লিপি বলেছেন, ওরা (বিএনপি) সারদেশে নিরীহ মানুষকে পুড়িয়ে মারছে। নির্বাচন বানচালের জন্য নাশকতা করছে। আমরা সহিংসতা ও নাশকতার প্রতিবাদ করতে ভোটকেন্দ্রে যাব। আমরা ভোট কেন্দ্রে গিয়ে নিজের ভোট নিজে দিয়ে এ আগুন সন্ত্রাশের বিরোদ্ধে প্রতিবাদ গড়ে তোলব।
সোমবার (২৫ ডিসেম্বর) বিকেলে সিদ্ধিরগঞ্জের ৫ নং ওয়ার্ডে নির্বাচনী উঠান বৈঠকে অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি বলেন, বাংলাদেশে কত আন্দোলন হয়েছে। কখনও দেখেছেন এভাবে মানুষ পুড়িয়ে দিতে, বাসে আগুন দিতে। ১৬ বছরের ছেলে বাসে ঘুমিয়ে ছিল। ঘুমন্ত অবস্থায় আগুনে জ্বলে পুড়ে মারা গেছে। এসকল অভিশাপেই তো ওরা ধ্বংস হয়ে যাবে। আপনার সন্তানেরা যেন নাশকতায় সায় না দেয়, অংশ না নেয় আপনারা সেটা খেয়াল রাখবেন।
যিনি আপনাদের এলাকার উন্নয়ন করেছেন কাজ করে দেখিয়েছেন আমি তার জন্য আপনাদের কাছে ভোট দাবী করছি। আপনারা ভোটকেন্দ্রে না গেলে কিন্তু এদের বিরুদ্ধে প্রতিবাদ করা হল না। মানুষ সবচেয়ে ধনী হয় যখন তার ঈমানের জোর বেশি থাকে। আপনার নিজের ভোট আপনি নিজে দিবেন।
তিনি আরো বলেন, এ এলাকায় উন্নয়নের জোয়ার বইছে। মানুষ যখনই উন্নয়নের জন্য এসেছে আমিও তাদের পাশে দাঁড়িয়েছি। এই এলাকার সুখ দুঃখে আমি আপনাদের সন্তান হিসেবে সব সময় আপনাদের পাশে থাকবো। কোন হুমকি ধামকিতে ভয় পাবেন না। ভোটকেন্দ্রে যাবেন এবং নৌকা মার্কায় একটা ভোট দিবেন।